বালাগঞ্জ প্রতিনিধি ::
বালাগঞ্জ উপজেলার পূর্বপৈলনপুর ইউনিয়নের হামছাপুর গ্রামের কামরুল হাসান (১৭) হত্যা মামলায় আরো ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার কৃতরা হলেন প্রধান আসামি হামছাপুর গ্রামের লতিব উল্লার ছেলে সুরত আলী (৩৮) ও সামছুজ্জামান (২৬)। উন্নত প্রযুক্তির সহযোগীতায় ঢাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বালাগঞ্জ থানার ওসি নাজমুল হাসান বলেন, গ্রেফতারকৃত আসামীদের থানায় আনা হয়েছে। উল্লেখ গত ৩০জুলাই রাতে কামরুলের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত কামরুল হাসান হামছাপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।
এঘটনায় নিহতের বড় ভাই এমরান মিয়া বাদী হয়ে গত ১লা আগস্ট পাঁচ জন এবং অজ্ঞাত দুইজনকে আসামি করে বালাগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা নং-০১। এদিকে ০৯ সেপ্টেস্বর ভোরে মামলার এজাহারভুক্ত আসামি ফরিদ আলী (৫৫) আটক করে বালাগঞ্জ থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পাশ্ববর্তী ওসমানীনগর উপজেলার মির্জাপুর গ্রামের ইউপি সদস্য আবু জাফর মো. মুজেফরের বাড়ি থেকে তাকে আটক করা হয়। এর আগে গত ৪ আগস্ট মামলার প্রধান আসামি সুরত আলীর স্ত্রী সেজিনা আক্তার সুজিনাকে আটক করে আদালতে প্রেরণ করা হয়।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply