আব্দুর রব, বড়লেখা ::
আগামী ইউনিয়ন নির্বাচনে বিএনপি ভোট বর্জনের ঘোষণা দিলেও বড়লেখার ১০ ইউনিয়নে ডজন খানেক বিএনপি দলীয় ইউপি চেয়ারম্যান প্রার্থী মাঠে তৎপর। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা না থাকায় দলটি বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না। তবে ভোট বর্জনের এমন ঘোষণা দিলেও মাঠের চিত্র পুরো উল্টো। ধানের শীষ না থাকলেও ভোটের মাঠে ঠিকই সক্রিয় রয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। বিএনপির ভোট ব্যাংক সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় কেউ মাঠ ছাড়ার পক্ষে নেই। দলের কেন্দ্র থেকেও এমন সংকেত রয়েছে। ফলে যেখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সেখানে জয়ের মুকুট ছিনিয়ে আনার ব্যাপারে বেশী আশাবাদী বিএনপি প্রার্থীরা।
তৃতীয় ধাপের নির্বাচনের তফশিল ঘোষণার সম্ভাবনাকে সামনে রেখে দলের এসব বিদ্রোহী প্রার্থীরা কৌশলে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন। উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি থেকে শুরু করে এদের মধ্যে রয়েছেন ইউনিয়ন কমিটির পদবীধারী নেতারাও। আছেন গত নির্বাচনের ধানের শীষের মনোনিত প্রার্থী ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী। দল নির্বাচনে অংশ না নিলেও এরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন এলাকা ঘুরে এবং দলের নীতিনির্ধারক ও সম্ভাব্য প্রার্থীদের সাথে কথা বলে এমনটাই নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, উপজেলার ১নং বর্ণি ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদে প্রচারণা চালাচ্ছেন গত নির্বাচনের ধানের শীষের প্রার্থী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন। ২নং দাসেরবাজার ইউনিয়নে বর্তমান ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির উপদেষ্ঠা কমিটির সদস্য কমর উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য রহিম উদ্দিন নজরুল, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল বাছিত সেলিম (হাজী সেলিম)। ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান, গত নির্বাচনের ধানের শীষের প্রার্থী ও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলাল উদ্দিন। ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়নে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গত নির্বাচনের ধানের শীষের প্রার্থী অধ্যাপক আব্দুস সহিদ খান, পল্লীউন্নয়ন ও সমবায় সম্পাদক সাবেক ইউপি মেম্বার আব্দুল হালিম। ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুছ স্বপন ও সদস্য শাহজাহান হোসেন। ৬নং সদর ইউপিতে উপজেলা বিএনপির সহসভাপতি ২০১৬ সালের নির্বাচনের বিএনপি দলীয় প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মামুন। ৭নং তালিমপুর ইউপিতে উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক ও গত নির্বাচনের দলীয় প্রার্থী দেলোয়ার হোসেন। ৮নং দক্ষিণভাগ উত্তর ইউপিতে তৎপরতা চালাচ্ছেন উপজেলা বিএনপির সহসভাপতি ময়নুল হক। ৯নং সুজানগর ইউপিতে ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাদের আহমদ। এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নছিব আলী উপজেলা বিএনপির সহসভাপতির পদে রয়েছেন। দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন না বলে নিশ্চিত করেছেন। ১০নং দক্ষিণভাগ দক্ষিণ ইউপিতে উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির বর্তমান সদস্য সচিব ও গত নির্বাচনের বিএনপির বিদ্রোহী প্রার্থী ইকবাল হোসেন।#
Leave a Reply