কুলাউড়ায় ‘সূচনা’র ৩৪ জন উপকারভোগীদের মধ্যে নৌকা বিতরণ কুলাউড়ায় ‘সূচনা’র ৩৪ জন উপকারভোগীদের মধ্যে নৌকা বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৩ মে ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ সৌদি আরব রিপোর্টার্স এসোসিয়েশনের সহ-সভাপতি হলেন জিটিভির সাংবাদিক সেলিম আহমেদ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায় প্রথম হলেন কুড়িগ্রামের রাদ নড়াইলে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ একজন গ্রেফতার  কমলগঞ্জে ব্যবসায়ী ইকবালের মৃত্যুর রহস্য উম্মোচনের দাবীতে মানববন্ধন প্রশ্নবিদ্ধ কমলগঞ্জে রাজকান্দি বন রেঞ্জের কার্যক্রম! মাওলানা রইস উদ্দিনকে হত্যার প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল নিটারে ফলাফলে বিস্ময়কর ব্যর্থতা, ইনকোর্স পরীক্ষার নম্বর জানেনা শিক্ষার্থীরা কমলগঞ্জে পাত্রখোলা চা বাগানে ১০ জন নারীদের তাঁত মেশিন বিতরণ বিদ্যালয়ের গেট থেকে তুলে নিয়ে ছাত্রীকে ধর্ষণ যুবক গ্রেফতার

কুলাউড়ায় ‘সূচনা’র ৩৪ জন উপকারভোগীদের মধ্যে নৌকা বিতরণ

  • শনিবার, ১৮ জুলাই, ২০২০

এইবেলা ডেক্স, কুলাউড়া ::

কুলাউড়ার জয়চন্ডী ইউনিয়নে সিএনআরএস ‘সূচনা’ প্রকল্পের ৩৪ জন উপকারভোগীদের মধ্যে নৌকা বিতরণ করা হয়েছে। এসময় আরও ৪৫ জন উপকারভোগীকে মাছ ধরার উপকরণ (ফাস জাল) দেয়া হয়েছে। শনিবার ১৮ জুলাই বিকালে ইউনিয়নের মীরশংকর বাজারে এ উপকরণগুলো বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জয়চন্ডী ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য আজিজ উদ্দিন লবিক, সিএনআরএস ‘সূচনা’ প্রকল্পের ওয়ার্ল্ড ফিশের এফডিও মোঃ হাবিবুর রহমান, জিসিডিও নীহার রঞ্জন, প্রকিউরমেন্ট অফিসার শরফুল আলম, প্রকল্পের ইউনিয়ন সমন্বয়কারী শাহরিয়ার হাসান, মাঠ সহায়তাকারী মো. লাবু হোসেন এবং সূচনার কমিউনিটি মোবিলাইজার রুপালি দাস ও সাহেদা বেগম।

সিএনআরএস ‘সূচনা’ প্রকল্পের ইউনিয়ন সমন্বয়কারী সাহরিয়ার হাসান জানান, আজকে ইউনিয়নের গৌরীশঙ্কর, মীরশংকর, রায়গ্রাম ও লৈয়ারহাই এলাকার বাসিন্দা, সুচনা প্রকল্পের উপকারভোগী এমন ৩৪ টি মৎস্যজীবী পরিবারকে নৌকা এবং আরও ৪৫ জন উপকারভোগীকে মাছ ধরার উপকরণ (ফাস জাল) দেয়া হয়। এর আগে গত ৪ ও ৬ জুলাই উপরোক্ত ওই পাচটি এলাকার ৪৪ জন উপকারভোগীর হাতে মাছ ধরার উপকরণ ঝাঁকি জাল এবং ডরি দেয়া হয়েছে। তিনি আরও বলেন, উপকারভোগীরা যাতে এই উপকরণগুলো দিয়ে মাছ আহরন করে নিজের পরিবারের খাদ্য সঞ্চার এবং আর্থিক অসচ্ছলতা কিছুটা দুর করতে পারে সে লক্ষেই দেয়া।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews