বড়লেখা প্রতিনিধি ::
বড়লেখায় অবসরপ্রাপ্ত সিনিয়র সিটিজেন্স ফোরাম সোমবার দুপুরে ‘তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার যুবসমাজের অবক্ষয়ের মূল কারণ’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রস্তাবনার বিপক্ষের দল জুড়ী টিএন খানম একাডেমি সরকারি কলেজ দল বড়লেখা নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজ দলকে হারিয়ে বিজয়ী হয়েছে।
পুরস্কার বিতরণের সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। স্বাগত বক্তব্য দেন ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সাত্তার। বিজয়ী বিতার্কিকরা হলো- নাহিদা জান্নাত মাছুমা, সুপার্থ দাশ ও মোস্তাফিজুর রহমান। মডারেটর ছিলেন প্রভাষক মোশাররফ হোসেন সবুজ। বিচারকের দায়িত্বে ছিলেন বড়লেখা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অরুণ কুমার চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান ও সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম।
রিটায়ার্ড সিনিয়র সিটিজেন ফোরামের সভাপতি পিডিবির সাবেক নির্বাহী প্রকৌশলী মো. তালিবুল ইসলামের সভাপতিত্বে শিক্ষক ইমন চৌধুরী ও আমজাদ হোসেন পাপলুর সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণের সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার সরকারি কলেজের প্রফেসর ড. মো. ফজলুল আলী, উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী, নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ এএফএম ইউসুফ আলী, ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, প্রধান শিক্ষক আশরাফ হায়দার, এসএম কামাল উদ্দিন প্রমুখ।#
Leave a Reply