এইবেলা, বড়লেখা ::
বড়লেখা উপজেলার ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন বাতিল করে পুনঃনির্বাচনের আদেশ জারির দাবিতে মৌলভীবাজার সহকারি জজ আদালতে (বড়লেখা) স্বত্ব মামলা হয়েছে। গত ১২ মে বৃহস্পতিবার নির্বাচনের প্রিসাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, স্কুলের প্রধান শিক্ষক আব্দুল জলিল, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের চেয়ারম্যানসহ নির্বাচন সংশ্লিষ্ট ৭ জনকে প্রতিপক্ষ করে স্বত্ব মামলা (৪৮/২০২২) করেছেন অভিভাবক সদস্যপ্রার্থী সামছুল হক, মনসুর আহমদ ও মো. হোসেন। আদালত মামলাটি আমলে নিয়ে ওই দিনই প্রতিপক্ষকে শোকজ করেছেন।
স্বত্ব মামলা সূত্রে জানা গেছে, গত ৯ মে উপজেলার ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটার তালিকায় ভুলভ্রান্তিসহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে অভিভাবক সদস্যপ্রার্থী সামছুল হক, মনসুর আহমদ, মো. হোসেন প্রমুখ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে নির্বাচন স্থগিতের ব্যবস্থা নিতে প্রিসাইডিং অফিসার বরাবর আবেদন করেন। কিন্তু এরপরও নির্বাচনের আয়োজন, ফলাফল ঘোষণা ও কমিটি গঠনের রেজ্যুলেশন করায় ভুক্তভোগীরা অবৈধভাবে নির্বাচনের আয়োজন, ভুয়া ব্যক্তিকে ভোটার সাজিয়ে ভোটগ্রহণসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে অবৈধ নির্বাচন বাতিলক্রমে বিধি মোতাবেক পুনঃনির্বাচনক্রমে স্কুলের ব্যবস্থাপনা কমিটি গঠনের নির্দেশ প্রদান করতে আদালতে স্বত্ব মামলা করেন।
মৌলভীবাজার সহকারি জজ আদালতের (বড়লেখা) সেরেস্তাদার জানান, সামছুল হক গংদের অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ চেয়ে দায়েরকৃত স্বত্ব মামলাটি বিজ্ঞ আদালত আমলে নিয়েছেন। কেন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করা হবে না মর্মে ৩ কার্য দিবসের মধ্যে কারণ দর্শাতে বিবাদীগণকে নোটিশ দেয়া হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম রোববার সন্ধ্যায় জানান, শুনেছেন ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের কমিটি গঠনের ওপর স্বত্ব মামলা হয়েছে। এখনও আদালতের কোন নোটিশ তিনি পাননি। নোটিশ পেলে আদালতের নির্দেশনা অনুযায়ী জবাব দিবেন। তিনি প্রিসাইডিং অফিসার হিসেবে সকল প্রক্রিয়া সম্পন্ন করেই অনুমোদনের জন্য শিক্ষাবোর্ডে কমিটি কপি জমা দিয়েছেন। এখন আদালত যে সিদ্ধান্ত নিবে সে আলোকেই পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply