বড়লেখা প্রতিনিধি :
বড়লেখায় বৃহস্পতিবার ভোরবেলায় বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বড়লেখা-শাহবাজপুর সড়কের উত্তর চৌমুহনি এলাকায় বিশাল আকৃতির একটি শিমুল গাছ উপড়ে খুঁটি ও বিদ্যুৎ লাইন সহ রাস্তায় পড়ে প্রায় ৮ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
জানা গেছে, বৃহস্পতিবার ভোরের বৃষ্টির সাথে প্রবল বেগে ঝড় বইতে থাকে। এতে উপজেলার বিভিন্ন এলাকায় কাচা ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি ও গাছপালা উপড়ে পড়ে। অনেক স্থানে রাস্তার ওপর বিদ্যুৎলাইন ও গাছপালা উপড়ে পড়ে বিদ্যুৎ লাইন লন্ডভন্ড ও যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। বড়লেখা-শাহবাজপুর সড়কের বড়লেখা উত্তর চৌমুহনি এলাকায় রাস্তার পাশের একটি শিমুল গাছ বিদ্যুৎ লাইন ও খুঁিটসহ রাস্তার ওপর পড়ে। এতে দুইটি বিদ্যুতের খুঁটি ভেঙ্গে গেছে এবং ওই রাস্তায় প্রায় ৮ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এছাড়া শিমুল গাছ উপড়ে পড়ে রাস্তার পাশে রাখা কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।
Leave a Reply