নিজস্ব প্রতিবেদক ::
আগামী ১৫ থেকে ২১ জুন পর্যন্ত দেশব্যাপী একযোগে চলবে জনশুমারি ও গৃহগণনার কাজ। এ উপলক্ষে সোমবার (২৩ মে) বিকালে উপজেলা হলরুমে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
কুলাউড়া উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফয়সল আহমদ নিয়াজীর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা পরিসংখ্যান অফিসের উপ পরিচালক নন্দিনী দেব।
কুলাউড়া পরিসংখ্যান অফিস কর্তৃক আয়োজিত উক্ত অবহিতকরণ সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফয়সল আহমদ নিয়াজী জানান, আসন্ন শুমারীতে উপজেলার ১৩ টি ইউনিয়ন ও পৌরসভায় কাজ করবেন ৭ জন জোনাল, ১২৮ জন সুপারভাইজার এবং ৭৩৭ জন গণনাকারী। সরকারের এই জনগুরুত্বপূর্ণ কাজটি সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
Leave a Reply