বড়লেখা প্রতিনিধি ::
বড়লেখায় আসন্ন জনশুমারি কার্যক্রম নির্ভুল ও সঠিকভাবে সম্পন্ন করার লক্ষে গত ৩০ মে সোমবার উপজেলা শুমারি সমন্বয়কারী, যোনাল অফিসার এবং আইটি সুপারভাইজারদের ৪ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানের অতিথি ছিলেন নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন।
আগামী ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত সারা দেশে একযোগে জনশুমারি অনুষ্ঠিত হবে।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় সংশ্লিষ্টদের প্রশিক্ষণ প্রদান করছেন জেলা শুমারি সমন্বয়কারী ও মৌলভীবাজার-২ উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা অমলেন্দু সূত্রধর, বড়লেখা উপজেলা শুমারি সমন্বয়কারী মো. নজরুল ইসলাম, কুলাউড়া উপজেলা সমন্বয়কারী ফয়ছল আহমেদ নিয়াজী, জুড়ী উপজেলা সমন্বয়কারী শামীমুল হক।
Leave a Reply