বড়লেখা প্রতিনিধি :
বড়লেখা উপজেলার সুজাউল সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসার অবসরপ্রাপ্ত ৫ জন শিক্ষক-কর্মচারি ও মাদ্রাসার ২জন প্রতিষ্ঠাতা সদস্যকে মাদ্রাসা কর্তৃপক্ষ সংবর্ধনা দিয়েছে। রোববার দুপুরে মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহমুদুল হাসান। স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ ফয়জুর রহমান।
সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ হলেন- সহকারী অধ্যাপক মঈনুদ্দীন সিরাজী, আরবী প্রভাষক ইমতিয়াজ আলী, বাংলা প্রভাষক আতাউর রহমান আপ্তাব, সহকারী গ্রন্থাগারিক নুরুল ইসলাম ও কর্মচারী আয়াজ আলী এবং প্রতিষ্ঠাতা সদস্যরা হলেন- লন্ডন প্রবাসী মুহিবুর রহমান ও ফ্রান্স প্রবাসী কমর উদ্দিন।
মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দরের সভাপতিত্বে ও আরবি প্রভাষক শাব্বির আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সরকারি কলেজ ঈমাম-মোয়াজ্জিম ঐক্য পরিষদের কেন্দ্রিয় সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন, ফুলবাড়ি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ইব্রাহিম আলী, সুজাউল সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ আ.ক.ম আব্দুল আজিজ, মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply