ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ::
সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম বলেছেন, জনগনের জানমালের নিরাপত্তা বিধানে যেভাবে পুলিশ মানুষের পাশে থাকে তেমনি যেকোনো দুর্যোগে বাংলাদেশ পুলিশ সব সময় জনতার পাশে থাকবে। সিলেটে ভয়াবহ বন্যা কবলিত মানুষের মাঝে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোশিয়েশন, রেঞ্জ ও জেলা পুলিশের পক্ষ থেকে ত্রাণ বিতরণ কাযক্রম অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে ওসমানীনগরের বানভাসি মানুষের দুঃখ কিছুটা হলেও লাগবে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেছি। মানুষ এতো কষ্ঠের মধ্যে সামন্য হলেও খুশি হয়েছে।
তিনি গত বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বুরুঙ্গা ইউপির খয়েরপুর হাজিপুর ও পশ্চিম পৈলনপুর ইউপির ভল্লবপুর এলাকার বানভসি মানুষের মধ্যে পুলিশের পক্ষ থেকে ত্রাণ বিতরণ কালে উপরোক্ত কথা গুলো বলেন।
ত্রাণ বিতরণ কালে ডিআইজির সাথে ছিলেন, রেঞ্জ ডিআইজির কার্যারয়ের পুলিশ সুপার জেদান আল মুসা, পুলিশ সুপার হেকোয়ার্টার রাজীব দাস, অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর (সার্কেল) রফিকুল ইসলাম, এসএসপি সিলেট জেলা মুক্তাজুল ইসলাম, ওসমাানীনগর থানার ওসি এসএম মাঈন উদ্দিন ও বুরুঙ্গা ইউপি চেয়ারম্যান আকলাকুর রহমান।
ডিআইজি মফিজ উদ্দিন সংশ্লিষ্ট এলাকার বানভাসি দুই শতাধিক মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন।#
Leave a Reply