বড়লেখা প্রতিনিধি :: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, বাংলাদেশের এত উন্নতি হয়েছে যা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। বিশ্ব অবাক হয়ে দাঁড়িয়ে যায়, কিভাবে এত উন্নতি সম্ভব? আর এ উন্নতি সম্ভব হয়েছে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার কারণে। তাই আগামীতে নৌকায় ভোট দিলে দেশ উন্নতির চরম শিখরে পৌঁছবে, নতুবা দেশ ধ্বংস হয়ে যেতে পারে। দেশের অন্য দলকে ভোট দিলে তারা লুটপাটে ব্যস্ত থাকে। তারা দেশকে জঙ্গিবাদ রাষ্ট্র বানাতে চায়।
তিনি শনিবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ সভাকক্ষে ১৪০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ছাত্রছাত্রীর মাঝে শিক্ষাবৃত্তির ৬ লাখ ২৪ হাজার টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন এমপি আরো বলেন, সরকার নৃ-গোষ্ঠীর মানুষের পাশে রয়েছে এবং থাকবে। এজন্যই বার বার তাদেরকে সহায়তা করা হচ্ছে। তাই সরকারের দেয়া টাকার মাধ্যমে শিক্ষার্থীরা যেন উচ্চশিক্ষা অর্জন করে। সুশিক্ষায় শিক্ষিত হয়। আর আপনারা যারা টিলায় বসবাস করেন, দয়া করে টিলা কাটবেন না। গাছ কাটবেন না। নতুবা প্রকৃতি এর বিচার করবে। টিলাধ্বসে ঘুমের মধ্যেই মারা যাবেন। এমন নির্মম ঘটনা যেন আমাদের আর দেখতে না হয়। সেজন্য আপনারা সতর্ক থাকবেন।
উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি প্রণয় কুমার দে, উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, যুগ্ম সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাস নান্টু, থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার দেবল সরকার, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, দক্ষিণভাগ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, বড়লেখা আদিবাসী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ শর্মা প্রমুখ।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply