এইবেলা ডেস্ক :: কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের ৫নং ওয়ার্ডেরে মেম্বার খছরুজ্জামান খছরু।ছাত্র জীবনে ছিলেন ইসলামী ছাত্র শিবিরের ক্যাডার। কালো টাকা আর পেশিশক্তি ব্যকহার করে হয়েছেন মেম্বার। জনপ্রতিনিধি হয়ে ফিরেছেন অতীতের স্বরূপে।
তার অপকর্মের নানা ফিরিস্তি এসে জমা হয়েছে এইবেলায়। শুধু প্রকল্পে অনিয়মই নয়। সকল অনিয়মই এখন তার কাছে নিয়ম। ভাতা পাইয়ে দিতে অর্থ গ্রহণ, প্রকল্পে অনিয়ম, সালিশের নামে দৌরাত্ম্য, জঙ্গিবাদ, এলাকায় অশান্তি, চাঁদাবাজিসহ অপকর্ম নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হবে এইবেলায়।
দেশের শীর্ষ দৈনিক যুগান্তর ও জনপ্রিয় অনলাইন এইবেলা’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে মিথ্যাচার করে বহু অপকর্মের হুতা এই খছরুজ্জামান খছরু শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা করেছেন।
নিজেকে যুব সমাজের কথিত আইডল বলে পরিচয় দেয়া এই মুখোশের আড়ালের মানুষকে নিয়ে তথ্যবহুল প্রতিবেদন পড়তে চোখ রাখুন এইবেলায়।।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply