এক ঘন্টার জন্য প্রতীকি ইউএনও কমলগঞ্জের স্কুলছাত্রী জুতিকা এক ঘন্টার জন্য প্রতীকি ইউএনও কমলগঞ্জের স্কুলছাত্রী জুতিকা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এনটিসির চা বাগানের শ্রমিকদের মধ্যে জিআর এর চাল বিতরণ কুলাউড়া-শাহবাজপুর রেলপথ পুনর্বাসন প্রকল্প- চলছে স্লিপার ও রেলস্ট্রেক বসানোর কাজ  কুলাউড়া সার্কেলের নতুন অতিরিক্ত পুলিশ সুপার  মো. কামরুল হাসান          সঞ্জীব দাসের নতুন ধারাবাহিক “আলো-আঁধার” আত্রাইয়ে বীজ আলুর কৃত্রিম সংকট : উৎপাদন নিয়ে শঙ্কা জরিমানা দিয়ে ছাড়া পেলেন ছাত্র পরিচয়দানকারী ৮ ট্রেনযাত্রী মৌলভীবাজারে বিএনপির সব উপজেলা ও পৌর কমিটি বিলুপ্ত কমলগঞ্জ উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে নাচে-গানে সাঙ্গ হলো ঐতিহ্যবাহী মণিপুরি মহারাসলীলা কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে রাসোৎসব শুরু

এক ঘন্টার জন্য প্রতীকি ইউএনও কমলগঞ্জের স্কুলছাত্রী জুতিকা

  • বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জে এক ঘন্টার জন্য প্রতীকি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর দায়িত্ব পালন করেন ৮ম শ্রেণির স্কুলছাত্রী জুতিকাা রানী কর। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ‘রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গনাইজেশন (আরডব্লিউডিও) এর আয়োজনে ও প্ল্যান ইন্টারনাশনাল বাংলাদেশ এর উদ্যোগে ‘গার্লস টেকওভার’ কর্মসুচীর অংশ হিসেবে আয়োজিত এক অনুষ্ঠানে এই দায়িত্ব পালন করে সে।

জুতিকা কমলগঞ্জ উপজেলার দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী ও তিলকপুর এনসিটিএফ এর চাইল্ড পার্লামেন্ট সদস্য। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা অফিসার সিফাত উদ্দিনের উপস্থিতিতে জুতিকা প্রতিকী এ দায়িত্ব পালন করে। এ সময় বাল্যবিয়ে, নারী নির্যাতন ও নিপীড়ন বন্ধ ও মাদকদ্রব্যের নিয়ন্ত্রণ রোধে আলোচনা করা হয়।

এ সময় কমলগঞ্জ উপজেলা অফিসার সিফাত উদ্দিন বলেন, একসময় শিশুরাই সমাজ ও দেশের বিভিন্ন বড় জায়গায় আসবে, সমাজকে নেতৃত্ব দেবে। এই ধরনের কর্মসূচীর মাধ্যমে কিশোরী, কন্যা শিশু অথবা যুব নারীদের নেতৃত্ব প্রদানকারীর ভূমিকা পালন করতে আত্মবিশ্বাসী এবং উৎসাহিত করবে। তিনি এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। তাই শিশুদের ছোট থেকেই দেশের জন্য প্রস্তুত করা সকলের দায়িত্ব।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, ‘আর ডব্লিউ ডিও-ওয়াই মুভ প্রকল্প, কমলগঞ্জ এর কর্মকর্তা বাবুল কুমার সিংহ, সিলেট এর কর্মকর্তা জাহিদুল ইসলাম রশিদ, প্রশাসনিক কর্মকর্তা মো: মহসিন রেজা, এনসিটিএফ তিলকপুর এর সভাপতি সুমী রানী কর, স্বেচ্ছাসেবক জয়ন্ত কর প্রমুখ।

ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) কন্যা শিশুরা সমান অধিকার এবং পর্যাপ্ত সুযোগ পেলে বদলে দিতে পারে তাদের জীবন, সমাজের মানুষদের-এমন বিশ্বাস থেকেই ‘গার্লস টেকওভার’ কর্মসুচীর উদ্যোগ গ্রহণ করে। এই কর্মসুচীর প্রধান উদ্দেশ্য সমাজে মেয়েদের উচ্চপদস্থ বিভিন্ন পদের দায়িত্ব প্রদানের মাধ্যমে তাদের অবস্থান, নেতৃত্ব, সিদ্ধান্ত ও সাফল্য তুলে ধরার আত্মবিশ্বাস তৈরী করা।

অনুষ্ঠানের শুরুতেই জুতিকাা রানী কর কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিনের নিকট এক ঘন্টার জন্য দায়িত্ব পালন করার অনুমতির জন্য একটি আবেদনপত্র দেন। এরপর উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিনের অনুমতিক্রমে শুরু হয় অনুুষ্ঠান। ইউএনও সিফাত উদ্দিন ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয় প্রতীকী উপজেলা নির্বাহী অফিসার জুতিকাা রানী করকে। তারপর উক্ত পদের কি কি দায়িত্ব সেই সম্পর্কে ধারণা দেন তিনি। স্কুল ছাত্রী জুতিকা সেই ধারণা থেকে দীর্ঘ এক ঘন্টা দায়িত্ব পালন করেন। সব শেষে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন নির্দেশনামূলক বক্তব্য দেন।

এ বিষয়ে ইউএনও হিসেবে প্রতীকি দায়িত্ব পালনকারী জুতিকাা রানী কর বলেন, দীর্ঘদিন ধরে আমি এনসিটিএফ এর সাথে কাজ করছি, তবে আমার জন্য এই ধরনের অভিজ্ঞতা নতুন, এক ঘন্টার প্রতীকী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করায় নিজেকে খুব গর্বিত মনে করছি। সমাজের নেতৃস্থানীয় জায়গাগুলোতে মেয়েদের অংশগ্রহণের জন্য কাজ করার অঙ্গীকার করছি। ভালো করে পড়াশোনা করে দেশের সেবা করা এমন কিছু কাজের সাথে যুক্ত হতে চাই।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews