এইবেলা, বিয়ানীবাজার ::
করোনায় সিলেটের বিয়ানীবাজার পৌরসভার প্যানেল মেয়র ও সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রোশনা বেগমের মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি…রাজিউন)।
শুক্রবার ০৭ আগস্ট রাতে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রুশনা বেগমসহ বিয়ানীবাজারে করোনায় এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে।
বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আবদুস শুকুর জানান, ব্যক্তিজীবনে দুই সন্তানের জননী রুশনা বেগমের বাড়ি পৌরসভার সোপাতলা গ্রামে।
ঈদের পরদিন রুশনা শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। সেখানেই তার করোনা শনাক্ত হয়। তিনি হার্টের সমস্যা, কিডনি সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
প্রবাসী অধ্যুষিত এই উপজেলায় শুক্রবার নতুন করে আরও ১০ জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৯ জনে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ১৬১জন।
এদিকে সিলেট বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৮ হাজার ছাড়িয়েছে। তবে সুস্থ হয়ে উঠার সংখ্যাও বাড়ছে, এটা ইতিবাচক দিক।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এমন তথ্য দিয়েছেন।#
Leave a Reply