নিজস্ব প্রতিনিধি: আজ শুক্রবার বিজয় দিবস উপলক্ষে বিকেলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্তবর্তী বোবারথল এলাকায় বসবাসরত শীতার্ত তিনশত গরীব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে বিজিবি ৫২ ব্যাটালিয়ন (বিয়ানীবাজার)।
বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ছোটলেখা বাজারে অসহায়দের মাঝে কম্বল বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শাহ আলম সিদ্দিকী। তিনি নিজ হাতে দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্রগুলো তুলে দেন এবং বলেন, বিজিবি সব সময় অসচ্ছলদের পাশে থাকবে। এসময় উপস্থিত ছিলেন উক্ত ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. নূর হোসেন, বিজিবির বোবারথল ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার মনিরুজ্জামান, যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, ইত্তেফাকের সাংবাদিক তপন কুমার দাস, স্থানীয় ইউপি সদস্য আব্দুল আউয়াল, সাবেক ইউপি সদস্য সৈয়দ লুৎফুর রহমান, মো. তাজ উদ্দিন, সমাজসেবক ফখর উদ্দিন প্রমুখ।
এর আগে একই ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় বিজিবির বোবারথল বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী গরীব ও দুস্থ জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ সামগ্রী বিতরণ করা হয়।
Leave a Reply