বড়লেখার কৃতী সন্তান জামুকা ডিজি’র পিএইচডি ডিগ্রি অর্জন বড়লেখার কৃতী সন্তান জামুকা ডিজি’র পিএইচডি ডিগ্রি অর্জন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় পৌর যুবদল নেতার মামলায় ২ যুবলীগ নেতা গ্রেফতার বড়লেখায় শিক্ষক ও সাংবাদিক মইনুল ইসলামের ইন্তেকাল : শোক প্রকাশ নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ নিটার মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এফসি ডার্ক নাইট একজন মেহেদী হাসান রিফাতের গল্প : স্বপ্ন থেকে সাফল্যের পথে আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুলাউড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা : ১৪ টি যানবাহন জব্দ কমলগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবার খাসিয়াদের বর্ষবিদায় উৎসব “সেং কুটস্নেম” কুলাউড়া উপজেলা যুবলীগের সহ সভাপতি আটক কুলাউড়ার হাজিপুর ইউনিয়নে জিপিএ-৫ ও এ গ্রেড পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

বড়লেখার কৃতী সন্তান জামুকা ডিজি’র পিএইচডি ডিগ্রি অর্জন

  • শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩

বড়লেখা প্রতিনিধি::জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এর মহা-পরিচালক (অতিরিক্ত সচিব) মৌলভীবাজারের বড়লেখা উপজেলা কৃতী সন্তান জহুরুল ইসলাম রোহেল ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রফেসর ড. খ.ম শরিফুল হুদার তত্বাবধানে ‘মাইগ্রেন্টস ঢাকা সিটি ডিউ টু ন্যাচারাল ডাইসেস্টার ; এ জিওগ্রাফিক্যাল এসেসমেন্ট’ বিষয়ের উপর তিনি গবেষণা করেন। গত বছরের ৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৩১০তম সভায় তাঁকে পিএইচডি ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ড. জহুরুল ইসলাম রোহেল ১৯৬৫ সালে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সফরপুর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম ওয়াছিল আলী ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও এলাকার সালিশ ব্যক্তিত্ব এবং মাতা মরহুমা জাহানারা বেগম চৌধুরী ছিলেন একজন সুগৃহীনি।

কর্মজীবনে তিনি সিলেটের গোয়াইনঘাট ও নবীগঞ্জ উপজেলায় অত্যন্ত দক্ষতার সাথে উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে গাইবান্ধার জেলা প্রশাসক, স্বাস্থ্য মন্ত্রণালয়, ক্রীড়া মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্নসচিব ও বর্তমানে জামুকার মহা-পরিচালক (অতিরিক্ত সচিব) হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি গ্রামের বাড়ির দক্ষিণভাগ সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিকের পড়শুনা সম্পন্ন করেন। ১৯৮১ সালে কক্সবাজারের উখিয়া হাইস্কুল থেকে বিজ্ঞান বিভাগে কৃতীত্বের সাথে এসএসসি, ১৯৮৩ সালে এমসি ইন্টারমিডিয়েট কলেজ থেকে বাণিজ্য বিভাগে এইচএসসি পাস করেন। ১৯৮৬ সালে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতক এবং ১৯৮৭ সালে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে প্রশাসন ক্যাডারে যোগদান করেন।

চাকুরীরত অবস্থায় তিনি নর্দান ইউনিভার্সিটি থেকে ২০০৮ সালে এমবিএ, ২০০৯ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও ২০১০ সালে নর্দান ইউনিভার্সিটি থেকে গভর্নেন্স স্টাডিজ বিভাগ থেকে পিজিডি ডিগ্রি এবং ২০১২ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে গভর্নেন্স স্টাডিজ বিভাগ থেকে এমএ ডিগ্রি অর্জন করেন।

তিনি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে ওয়ার্কসপ, ওরিয়েন্টেশন, সেমিনারে অংশ গ্রহন করেন। ব্যক্তিগত জীবনে ১৯৯৫ সালে তিনি ফারহানা চৌধুরীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

ড. জহুরুল ইসলাম রোহেলের সহধর্মীনি মিসেস ফারহানা চৌধুরী ঢাকার একটি ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকতা করছেন। ছেলে রুশাত তানজিম ইসলাম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ও মেয়ে নাহিয়ান তাসনিম কানাডার টরেন্টোয় ব্রুক বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews