কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: বিএনপি-জামাতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও দেশব্যাপী পুলিশের উপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা যুবলীগের উদ্যোগে রোববার সকাল ১১টায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে উপজেলা চৌমুহনাস্থ জেলা পরিষদ অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক পৌর মেয়র মো.জুয়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সায়েক আহমেদ, আব্দুল মালিক বাবুল, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু, উপজেলা যুবলীগ নেতা আসিফ নিয়াজ রনি, আবুল কালাম, আনোয়ার পারভেজ আলাল, পৌর যুবলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) শ্যামল পাল, সাধারন সম্পাদক মসুদ আহমেদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ রেজাউর রহমান সুমন বলেন, ‘বিএনপি-জামায়াত আগুন সন্ত্রাসের মাধ্যমে এ দেশের হাজারো মানুষ পুড়িয়ে হত্যা করেছে। রেহাই পায়নি বাসের মধ্যে ঘুমিয়ে থাকা হেলপার-সুপারভাইজারও। এই আগুন সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে উঠতে চায়। বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্য যুবলীগের নেতাকর্মীদের রাজপথেই মোকাবিলা করতে হবে। তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’ এ সময় তিনি বর্তমান সরকারের বিভিন্ন সফলতার কথা তুলে ধরে বলেন, ‘প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ যাতে আবারো ক্ষমতায় আসতে পারে সেজন্য আমাদের সবাইকে ঐলক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply