জুড়ী প্রতিনিধি :: 0৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটির প্রতিবাদ্য “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্যর করবে নিরসন” মধ্যে দিয়ে সারাদেশের ন্যায় জুড়ীতে পালিত হয়েছে।
মৌলভীবাজারের জুড়ী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিনটি যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রন্ঞ্জন চন্দ্র দে’র সভাপতিত্বে মহিলা বিষয়ক কার্যালয়ের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা সুজাউদ্দৌলার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) রতন কুমার অধিকারী, কৃষি অফিসার মোঃ জসিম উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, জুড়ী থানার এসআই ফরহাদ আহমদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণার্থীদের মধ্যে হাজেরা জান্নাত, নিপা রানী দাস। এসময় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, তথ্য আপা নিলুফা ইয়াসমিন, পরিসংখ্যান অফিসের প্রতিনিধি শামীম শাহরিয়ার, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ বদরুল ইসলাম প্রমূখ। বিভিন্ন এনজিও প্রতিনিধি শতাধিক নারী প্রশিক্ষণার্থী উক্ত অনুষ্ঠান সফল করতে ভূমিকা রাখেন।
সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফেজ আরিফ বিল্লাহ, গীতা পাঠ করেন বিদ্যুৎ লাল দাস।#
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply