এইবেলা, কুলাউড়া ::
কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ এনামুল হক মিফতার উদ্দোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সোমবার এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কুলাউড়া উপজেলা পরিষদ জামে মসজিদে বাদ জোহর অনুষ্টিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সদস্য শফিউল আলম শফি, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনসুর আহমদ চৌধুরী ও বিআরডিবি চেয়ারম্যান ফজলুল হক ফজলু, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলী, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আব্দুস শহীদ, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক সৈয়দ জামিল উদ্দিন নাহিদ, উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব আহবাব হোসেন রাসেল, প্রধান শিক্ষক মোঃ আব্দুছ ছালাম, ব্যবসায়ী নেতা জাহেদ আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মিনহাজ উদ্দিন কমরু, পৌর স্বেচ্ছাসেবকলীগের সম্পাদক নিজাম আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ আবু সুফিয়ান, কুলাউড়া সরকারী কলেজ ছাত্রলীগের সম্পাদক আনোয়ার বখশ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উপজেলা সম্পাদক রেজাউল হাসান রাজু, মুক্তিযোদ্ধা মঞ্চ উপজেলা সভাপতি আরাফাত হোসেন ফরহাদ, ইশবাল তালুকদার, এ আর রাজু, সুমন, সুলেমান, হারুন, কুদ্দুছ, ব্রাহ্মনবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সম্পাদক মিলাদ হোসেন, পৃথিমপাশা ইউনিয়ন সভাপতি হিরা আহমদ ও সম্পাদক রাসেল, কর্মধা ইউনিয়ন সভাপতি ছানু মিয়া ও সম্পাদক কাইয়ুম, কুলাউড়া ইউনিয়ন সভাপতি হাসান মাহমুদ ও সম্পাদক রুমেল আহমেদ, জয়চন্ডি ইউনিয়ন সভাপতি পিংকু দাস, দেলোয়ার, রহিম, ভুকশিমইল ইউনিয়ন সম্পাদক সুজেল আহমদ, ভাটেরা ইউনিয়ন নেতা কালাম, জাকির প্রমুখ।

উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ এনামুল হক মিফতার সার্বিক তত্বাবধানে দোয়া মাহফিলে জাতির পিতাসহ ১৫ই আগষ্ট নির্মমভাবে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন ক্বারী মোঃ আহমদ আলী।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply