জুড়ী( মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের জুড়ীতে সেফটিক ট্যাংকিতে পড়ে দুই নির্মাণ শ্রমিক মারা গেছেন। সোমবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার পূর্ব হরিরামপুর (আল ফালাহ) স্কুলের পাশে ফয়জুর রহমানের নতুন নির্মাণাধীন বাড়িতে কাজ করতে যান কয়েকজন শ্রমিক।
দুপুর সাড়ে ১২ টার দিকে শাহিন আহমদ ও কামরুল ইসলাম বিল্ডিং এ টয়লেটের জন্য তৈরী অব্যবহৃত সেফটিক ট্যাংকির ঢাকনা খুলে ভেতরে প্রবেশ করলে সেখানেই আটকা পড়ে যান।খবর পেয়ে কুলাড়উা ফায়ার সার্ভিসের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
নিহত কামরুল ইসলাম(২৫) জায়ফর নগর ইউনিয়নের মনতৈল গ্রামের মুক্তার আলীর ছেলে ও অপরজন শাহিন আহমদ (২২) পশ্চিম জুড়ী ইউনিয়নের পশ্চিম বড় ধামাই (জুড়ীর পার)গ্রামের আব্দুল খালিকের পুত্র।
কাজের ঠিকাদার লিয়াকত আলী জানান,তারা সকাল থেকে এখানে কাজ করছেন।কাজের মধ্যে শাহিন ও কামরুল ট্যাংকির ভেতরের অংশ দেখতে এসে পড়ে যান।৮ ফুট উচ্চতা বিশিষ্ট ট্যাংকির কাজ বিল্ডিং তৈরীর আগেই শেষ হয়েছে।ট্যাংকির মূখ ঢাকনা দিয়ে ঢাকা ছিল।তারা একটি ঢাকনা খূলে প্রবেশ করে।
জুড়ী থানার ওসি মোশাররফ হোসেন জানান,ট্যাংকিতে কাজের জন্য শ্রমিকের যে নিরাপত্তার প্রয়োজন সেটি না থাকায় প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তারা ট্যাংকির ভেতরে ঢুকে অক্সিজেন স্বল্পতায় মারা গেছে।এ ঘটনা মামলা হবে,লাশ ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply