দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি :: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলাউড়া গ্রামের মোহাম্মদ ফয়েজ মিয়ার পুত্র মোঃ আল আমিন (২৮) নামক যুবকের লাশ পাওয়া গেছে। শনিবার ২৭ মে বাড়ী থেকে প্রায় চার পাচশত হাত দূরে বোরো ধান ক্ষেতের ভেতরে লাশ পড়ে ছিলো।
জানা যায়, আল আমিন (২৮) নামের ওই ব্যক্তি দীর্ঘদিন যাবত ভারতীয় সীমান্ত চোরাচালানী ব্যবসার সাথে জড়িত। প্রায় সময় ভোর বেলা বাড়ী থেকে বের হন। ভারতীয়, চিনিসহ আর অনেক ধরনের পণ্য আনা নেয়া করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আল আমিন ভোর পাঁচটার সময় ঘর থেকে বের হন। পরিবারের লোকজন আর কিছু বলতে পারেন না। আল আমিনের মা- বাবা ও তার পরিবারের লোকজন এবং বর্তমান ইউপি সদস্য নূরুল ইসলাম বলেন, আল আমিনের মা- বাবা সহ তারা অত্যান্ত নিরীহ প্রকৃতির লোক, আমরা খবর পেয়েছি, আল আমিন ভোরবেলা তার ঘর থেকে হাওরের দিকে মাছ ধরতে গেলে অনুমান ৩০ থেকে ৪০ মিনিট পর বজ্রপাতের বিকট শব্দ শূনতে পান। তাদের ধারণা বজ্রপাতেই মারা গেছে আল আমিন।
খবর পেয়ে দোয়ারাবাজার থানার, এস আই,মিজানুর রহমানের নেতৃত্বে একটি টিমসহ ঘটনাস্থলে থেকে আল আমিনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।#
Leave a Reply