জুড়ীতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ : সিএনজি শ্রমিকদের সড়ক অবরোধ জুড়ীতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ : সিএনজি শ্রমিকদের সড়ক অবরোধ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ নিটার মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এফসি ডার্ক নাইট একজন মেহেদী হাসান রিফাতের গল্প : স্বপ্ন থেকে সাফল্যের পথে আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুলাউড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা : ১৪ টি যানবাহন জব্দ কমলগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবার খাসিয়াদের বর্ষবিদায় উৎসব “সেং কুটস্নেম” কুলাউড়া উপজেলা যুবলীগের সহ সভাপতি আটক কুলাউড়ার হাজিপুর ইউনিয়নে জিপিএ-৫ ও এ গ্রেড পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা রাজারহাটে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে বাল্যবিবাহ বন্ধে সংলাপ কুড়িগ্রামে ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র মতবিনিময়

জুড়ীতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ : সিএনজি শ্রমিকদের সড়ক অবরোধ

  • বুধবার, ৭ জুন, ২০২৩
জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ী উপজেলায়  সদ্য বিলুপ্ত উপজেলা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে দুইটি সিএনজি গাড়ীর গ্লাস ভেঙ্গে গেলে শ্রমিকরা সড়ক অবরোধ করে। আধা ঘন্টা পর পুলিশ গিয়ে অবরোধ তুলে নেয়। ঘটনাটি বুধবার দুপুর দুই ঘটিকায় উপজেলা শহরের ভবানীগঞ্জ বাজার চৌমোহনীতে ঘটেছে।
স্থানীয় ব্যবসায়ী, সিএনজি শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান- জুড়ীতে ছাত্রলীগের মন্ত্রীগ্রুপ হিসেবে পরিচিত সদ্য বিলুপ্তকৃত উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাব উদ্দিন সাবেল ও সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল সমর্থিত পৃথক দুইটি গ্রুপ ঘটনার সময় দেশীয় অস্ত্রসহ দুই দিক থেকে মিছিল সহকারে ভবানীগঞ্জ বাজার চৌমোহনীতে এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে দুই গ্রুপ দুই দিকে চলে যায়। এদিকে ইট পাটকেল নিক্ষেপে বলরাম বাউরী নামে এক শ্রমিক আহত ও দুইটি সিএনজি গাড়ীর গ্লাস ভেঙ্গে গেলে শ্রমিকরা উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করে। পরে পুলিশ এসে অবরোধ সরিয়ে দেয়।
ছাত্রলীগের একটি সূত্র জানায়, মঙ্গলবার রাতে উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বলের কর্মীরা সদ্য সাবেক সভাপতি সাহাব উদ্দিন সাবেলের এক কর্মীকে মারধর করে। এর প্রতিবাদে বুধবার সাহাব উদ্দিন সাবেল গ্রুপের কর্মীরা মিছিল করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বলের কর্মী সাইদুল ইসলাম বলেন- আমরা কলেজ এলাকায় মিছিল করলে হুমায়ূনের নেতৃত্বে আমাদের উপর হামলা করা হয়।
এ অভিযোগ অস্বীকার করে সাহাব উদ্দিন সাবেল গ্রুপের ছাত্রলীগ নেতা হুমায়ূন রশীদ বলেন- আমরা কলেজ থেকে ছাত্রলীগের মিছিল নিয়ে শহরে আসলে ইকবাল ভূঁইয়া উজ্জ্বলের নেতৃত্বে আমাদের উপর পরিকল্পিত ভাবে হামলা করা হয়।
ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ সিএনজি শ্রমিকের সড়ক অবরোধ বিষয়ে জানতে চাইলে জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন- পরিস্থিতি শান্ত রয়েছে। বিষয়টি আমাদের নলেজে আছে। আমরা দেখছি।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews