এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া থানা পুলিশের অভিযানে ১৭ জুন শনিবার হত্যা মামলাসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ০৮ জন আসামী গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, কুলাউড়া থানাধীন আসকরাবাদ ফুটবল খেলার মাঠ হতে কুলাউড়া থানার উসমান হত্যা (মামলা নং-১৯, তারিখ: ১৭/০৪/২০২৩ খ্রি, ধারা: ৩০২/৩৪) পেনাল কোড এর পলাতক আসামী কেওয়ালাসা সুয়েলকে আটক করে। সে কুলাউড়া থানার এওলাছড়া পুঞ্জির জরলী খংলার ছেলে।
এছাড়া (জিআর ৯৪/২০, নারী ও শিশু ১০৮/১৮, সিআর ২৮/২৩ (বন), সিআর ২৩১/২৩ (কুলাউড়া), সিআর মামলা নং-২০৪/২০২৩ (কুলাউড়া এর) ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ আবুল মিয়া, মোঃ ছাতির আলী, জলাল মিয়া, কাশেম মিয়া, আনই মিয়া, রেনু মিয়া, আজহার ইসলাম অপুকে গ্রেফতার করেন।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: আব্দুছ ছালিক জানান, গ্রেফতারকৃত আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।#
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply