কুড়িগ্রামে গরুর মাংসে আল্লাহর নাম কুড়িগ্রামে গরুর মাংসে আল্লাহর নাম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০১:২৯ পূর্বাহ্ন

কুড়িগ্রামে গরুর মাংসে আল্লাহর নাম

  • শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
কুড়িগ্রাম সদর :: আল্লাহ লেখা মাংশের টুকরো। ছবি :: এইবেলা

বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর প্রতিনিধি :: কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের সুভারকুটি গ্রামের আব্দুস সালাম ( বদিয়ত মিস্ত্রি) এর বাড়িতে রান্না করা গরুর মাংসে আল্লাহ লেখা দেখা গিয়েছে। মাংসে আল্লাহ লেখা ভেসে উঠেছে শুনে একনজর ওই মাংশের টুকরো দেখতে। বদিয়ত মিস্ত্রির বাড়ীতে ভীড় করছেন আশপাশের লোকেরা।

সরেজমিন গিয়ে দেখে গেছে, হলোখানা ইউনিয়নের বদিয়ত মিস্ত্রির বাড়িতে শত শত মানুষ। স্হানীয়রা ও উক্ত বাড়ির লোকজন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সকালে রান্না করা গরুর মাংস খাওয়ার সময় বদিয়ত মিস্ত্রির মেঝো ছেলে ফিরোজ মিয়া দেখতে পান বেশ কয়েক টুকরো মাংসে আল্লাহর নাম ভেসে আছে।পরে পরিবারের সকল সদস্য দেখতে পান দুই টুকরো গরুর মাংসে স্পস্ট আল্লাহ লেখা।

এরপর স্থানীয় এক আলেমকে ব্যাপারটি জানালে তিনি ঘটনার সত্যতা দেখতে পান। মুহূর্তেই চারদিকে গরুর মাংসে আল্লাহ লেখার খবর ছড়িয়ে পড়লে একনজর দেখার জন্য শত শত মানুষ ভিড় করতে শুরু করেন।

বিআই/জেএইচজে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews