কুড়িগ্রাম প্রতিনিধি :: “সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪ নভেম্বর শনিবার কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালন করেছে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তর।
দিবসটি উপলক্ষ্যে সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার।
পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ হলরুমে সহকারী কমিশনার (ভূমি) মলিহা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা কাউসার আলী।
এতে আরও বক্তব্য রাখেন ফুলবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী উন্নয়ন কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের মতিয়ার রহমান, স্বপ্ন নারী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হেলেনা আক্তার, শিমুলবাড়ী সিক্স স্টার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সাধারণ সম্পাদক আইনুল হক, ফুলবাড়ী উপজেলা অনগ্রসর দলিত জনগোষ্ঠী সমবায় সমিতির সভাপতি রতন চন্দ্র রবিদাস। সভাটি সঞ্চালনা করেন প্রভাষক জাকারিয়া মিঞা।
সভাশেষে উপজেলার সফল সমবায়ী উদ্যোক্তা হিসেবে ফুলবাড়ী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হারুন অর রশিদ, মহিলা উদ্যোক্তা স্বপ্ন নারী কল্যাণ সমিতির সভাপতি হেলেনা আক্তার এবং উপজেলার শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে শিমুলবাড়ী সিক্স স্টার সঞ্চয় ও ঋণদান সমিতিকে ক্রেস্ট প্রদান করা হয়।#
Leave a Reply