মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন-চা বাগান কেন্দ্রে ভোটার উপস্থিতি সন্তোষজনক : অন্যত্র হতাশাজনক মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন-চা বাগান কেন্দ্রে ভোটার উপস্থিতি সন্তোষজনক : অন্যত্র হতাশাজনক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১১:২৯ অপরাহ্ন

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন-চা বাগান কেন্দ্রে ভোটার উপস্থিতি সন্তোষজনক : অন্যত্র হতাশাজনক

  • রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪

কমলগঞ্জ প্রতিনিধি::

দ্বাদশ সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের রোববার সকাল ৮টা থেকে শুরু হলেও সকালে ভোটার উপস্থিতি কম ছিল। বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়তে থাকে। এ আসনের কমলগঞ্জ উপজেলায় ২২টি চা বাগানে ভোটার উপস্থিতি বেশি দেখা গেলেও বাজার ও গ্রামের কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল কম। সকাল ১১টায় পরিবারের সদস্যদের নিয়ে কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ^রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান করেন ৭ম বারের মতো আওয়ামীলীগ মনোনীত প্রার্থী, সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

সরেজিমনে উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা, চা বাগান ছাড়া অন্যান্য কেন্দ্রগুলোতে প্রথম ৪ ঘন্টায় গড়ে ভোট গ্রহন হয়েছে প্রায় ২০ শতাংশ। এছাড়া চা বাগান কেন্দ্রগুলোতে চা শ্রমিক ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক। চা বাগান ছাড়া কিছু কিছু ভোটকেন্দ্র ছাড়া ভোটের কোন দীর্ঘ লাইন দেখা যায়নি। একজন দুইজন করে ভোটার এসে ভোট দিয়ে চলে যেতে দেখা যায়। বেশির ভাগ কেন্দ্রে প্রিসাইডিং অফিসার, কর্মকর্তা ও কর্মচারীরা অলস সময় কাটান।

রোববার সকাল ১০টায় কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৭০, মিরতিংগা চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৫২০, দুপুর ১২টায় কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট পড়ে ১১৪৬, বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৮১৫, দুপুর ২টায় শমশেরনগর হাজী উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট পড়ে ১৭৮২, এএটিএম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯৬৪, রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৬১৫, বিকাল সোয়া ৩টায় শ্রীসুর্য্য সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৮৯৪ ভোট পড়ে।

এদিকে মৌলভীবাজার-৪ আসনে কমলগঞ্জের কোন ভোট কেন্দ্রে নৌকার প্রার্থী ব্যতীত ইসলামি ঐক্যজোট ও ইসলামি ঐক্য ফ্রন্টের প্রার্থীর কোন এজেন্ট পাওয়া যায়নি। অন্যদিকে সবগুলো কেন্দ্রে নৌকার নেতা কর্মী ও এজেন্টদের স্বত:স্ফুর্তভাবে দেখা গেছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৯ হাজার ১০১ জন। তন্মধ্যে কমলগঞ্জ উপজেলায় ভোটার ২ লাখ ৮ হাজার ৩৯৪ জন ও শ্রীমঙ্গল উপজেলায় ২ লাখ ৫০ হাজার ৭০৭ জন। ভোটকেন্দ্র রয়েছে ১৬৯টি। এ আসনে প্রতিদ্বন্ধিতায় প্রার্থী রয়েছেন ৩ জন। এ আসনে ছয়বারের সংসদ সদস্য, সাবেক চিফ হুইপ, বাংলাদেশ আওয়ামী লীগের উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ (নৌকা), ইসলামী ঐক্যজোটের মো. আনোয়ার হোসাইন (মিনার) এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আব্দুল মুহিত হাসানী (মোমবাতি)। এ আসনে বিপুল ভোটের ব্যবধানে আওয়ামীলীগ প্রার্থী উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এর বিজয় সুনিশ্চিত বলে ধারণা করছেন ভোটার সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews