বড়লেখা উপজেলা একাডেমিক সুপারভাইজারকে বিদায় সংর্বধনা বড়লেখা উপজেলা একাডেমিক সুপারভাইজারকে বিদায় সংর্বধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ১২:৫৬ অপরাহ্ন

বড়লেখা উপজেলা একাডেমিক সুপারভাইজারকে বিদায় সংর্বধনা

  • শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. শাখাওয়াৎ হোসেনের বদলি জনিত বিদায় সংবর্ধনা দিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি। শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংর্বধনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।

স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অজয় চন্দ্র দাস। মানপত্র পাঠ করেন মুড়াউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমদ খান।

উল্লেখ্য একাডেমিক সুপারভাইজার মো. শাখাওয়াৎ হোসেন ২০১৬ সালের ৪ ডিসেম্বর বড়লেখায় যোগদান করেন। একটি মোটর বাইক নিয়ে উপজেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে উপস্থিত হতেন। তিনি শিক্ষার্থীদের ক্লাসে গিয়ে হাতে কলমে শিক্ষা দিতেন। পড়াশুনায় মনোযোগি হতে সহজ ও সাবলিল ভাষায় তাদের উজ্জীবিত করতেন। শিক্ষক মন্ডলীকে বন্ধুর মত পরামর্শ দিয়ে সহযোগিতা করেন। বিশেষ করে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে তার ভূমিকা অনুকরণীয়। গান, নৃত্য, বক্তৃতা, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী, সততা ষ্টোর, কোভিড কালীন অনলাইন ক্লাস, এস.এস.সি.তে শ্রেষ্ঠত্ব সহ শিক্ষক-শিক্ষার্থীদের নানা অর্জনে তার অনুপ্রেরণা ছিল অবারিত। তিনি চাইতেন বড়লেখা যেন উপজেলার গন্ডি পেরিয়ে জেলা, অঞ্চল এবং জাতীয় পর্যায়ে শির উঁচু করে দাঁড়াক। সে ক্ষেত্রে তিনি অনেকটা সফল হয়েন।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক এনাম উদ্দিনের সভাপতিত্বে সাবেক সভাপতি প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু ও ময়নুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, সংবর্ধিত অতিথি সদ্য বদলি একাডেমিক সুপারভাইজার মো. শাখাওয়াৎ হোসেন, শাহবাজপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল বাছিত, ইটাউরী মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল আহাদ খান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম ও আতিকুল ইসলাম মুক্তা, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হায়দার, পাকশাইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র দে, ফকির বাজার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর জাহান চৌধুরী, প্রধান শিক্ষক আব্দুল জলিল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews