বড়লেখা প্রতিনিধি::
বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাল্লাথল চা বাগানের অসহায়, দুস্থ ও আদিবাসি পল্লীর হতদরিদ্র শীতার্তদের মাঝে রোববার দুপুরে শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান। বিজিবি পাল্লাথল ক্যাম্প আয়োজিত এ উপলক্ষে ক্যাম্প সংলগ্ন মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান।
হতদরিদ্রদের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের সহকারি পরিচালক মো. নূর হোসেন, বিজিবি পাল্লাথল বিওপি’র ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. আবুল হাশেম, হাবিলদার মো. আব্দুল কাদের, হাবিলদার মো. জিল্লুর রহমান, সিনিয়র সাংবাদিক আব্দুর রব, মস্তফা উদ্দিন, পাল্লাথল খাসিয়া পুঞ্জির হেডম্যান (মন্ত্রী) সাবেক ইউপি সদস্য লোটাস বাহাদুর প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান বলেন, বেশ কয়েকদিন ধরে দেশব্যাপি শৈত্যপ্রবাহ চলছে। এতে শীতবস্ত্রের অভাবে হতদরিদ্র মানুষেরা চরম দুর্ভোগে পড়েছেন। অসচ্ছল হতদরিদ্র মানুষের তীব্র শীতকষ্টে বিজিবি পাশে দাঁড়াতে চায়। যেকোন দুর্যোগ মুহূর্তে বিজিবি যেভাবে আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা প্রদান করে সেই ধারাবাহিকতায় বর্ডাব গার্ড অব বাংলাদেশ এই শীতেও সারা দেশে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে। বিজিবি’র এধরণের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply