কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী দেবীপুর সার্বজনীন দেবালয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্য দিয়ে ১৮তম বার্ষিকী ৫ দিন ব্যাপী শ্রীশ্রী শতভূজা (১০০ হাত) বাসন্তী পূজা সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় পুকুরে প্রতীমা বিসর্জনের মধ্যদিয়ে এ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এ উপলক্ষে দেবালয় সংলগ্ন মাঠে এক বিরাট মেলাও অনুািষ্ঠত হয়। বিগত দেড়যুগ ধরে এই পূজা ও মেলা চলে আসছে। ৫ দিনব্যাপী অনুষ্ঠানসুচির মধ্যে ছিল দেবীর আমন্ত্রণ ও অধিবাস, পূজার্চ্চনা, কীর্ত্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতী প্রতিযোগিতা, মহাপ্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা প্রভৃতি।
দেবীপুর সার্ব্বজনীন দেবালয় পরিচালনা কমিটির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল (নান্টু) ও সাধারণ সম্পাদক নিতাই চন্দ্র পাল জানান, শতভূজা শ্রী শ্রী বাসন্তী পূজায় প্রতিদিন হাজারো ভক্তবৃন্দের সমাগম ঘটে। শতভূজা বাসন্তী পূজায় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।#
Leave a Reply