ওসমানীনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ : যুক্তরাজ্যে বসে সিলেটে মামলার আসামী প্রবাসী ওসমানীনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ : যুক্তরাজ্যে বসে সিলেটে মামলার আসামী প্রবাসী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
একজন মেহেদী হাসান রিফাতের গল্প : স্বপ্ন থেকে সাফল্যের পথে আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুলাউড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা : ১৪ টি যানবাহন জব্দ কমলগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবার খাসিয়াদের বর্ষবিদায় উৎসব “সেং কুটস্নেম” কুলাউড়া উপজেলা যুবলীগের সহ সভাপতি আটক কুলাউড়ার হাজিপুর ইউনিয়নে জিপিএ-৫ ও এ গ্রেড পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা রাজারহাটে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে বাল্যবিবাহ বন্ধে সংলাপ কুড়িগ্রামে ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র মতবিনিময় কুলাউড়া জয়চন্ডীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মিলন বৈদ্য কুড়িগ্রামে বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ

ওসমানীনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ : যুক্তরাজ্যে বসে সিলেটে মামলার আসামী প্রবাসী

  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ::: ঘটনার সময় তিনি যুক্তরাজ্যে। বিগত দেড় বছর ধরে বাংলাদেশে আসেননি, কোনো রাজনৈকি দলের সাথেও জড়ি নেই, এখনপর্যন্ত স্বপরিবারে যুক্তরাজ্যে বসবাস করছেন। তারপরও সিলেটের দক্ষিণ সুরমা থানায় রাজনৈতিক মামলায় আসামী হয়েছেন সিলেটের ওসমানীনগরের বুরুঙ্গা ইউপির তিলাপাড়া মুক্তারপুর গ্রামের মৃত মখলিছ আলীর ছেলে ইকবাল আহমদ (৪৪)। উদ্দেশ্য প্রনোদিতভাবে ইকবাল আহমদকে হেওপ্রতিপন্ন করে হয়রানির করার জন্য তাকে এই মামলা ফাঁসানো হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে মামলা থেকে অব্যাহতি প্রদানের জন্য প্রশাসনের প্রতি দাবী জানিয়ে ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার আড়াইটার দিকে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্য রাখেন প্রবাসী ইকবাল আহমদের ভাতিজা ইলিয়াছ আলী।

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, আমার চাচা ইকবাল আহমদ একজন ব্রিটিশ নাগরিক। প্রায় দেড় বছর পূর্বে দেশে এসেছিলেন। এরপর আর দেশে আসেন নাই। উদ্দেশ্য প্রণীতভাবে বিগত ২রা সেপ্টেম্বর দক্ষিণ সুরমা থানাধীন একটি মারামারি ও নাশকতার মামলায়(মামলা নম্বার-৪৪১১৫/১) তাকে আসামি করা হয়।

আমার চাচার ব্যক্তিগত ইমেজ নষ্ট করা বা তার পরিবারকে ধ্বংস করার জন্য এক শ্রেণির সুবিধাভোগী মানুষ মামলায় চাচাকে জড়িয়েছে। মামলার বাদি সহ সংশ্লিষ্ট কারো সাথে আমার চাচার সম্পর্ক নেই কাউকে তিনি চিনেনও না। আমার চাচা বাংলাদেশে কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। দেশে এলে কয়েকটি সামাজিক সংগঠনের সাথে কাজ করেন। সামাজিক ভাবে এলাকায় চাচার সুনাম রয়েছে। এজন্য প্রতিহিংসায় তাকে মামলায় জড়ানো হয়েছে।

এছাড়া সংবাদ সম্মেলনে ইলিয়াছ আহমদ অভিযোগ করে বলেন, আমি নিজেও কোনো রাজনৈকি দলের সাথে জড়িত নয় কিন্ত আমাকেও একবার ছাত্রদরের নেতা বলে দক্ষিণ সরমায় আরেকবার গোয়াইনঘাট থানায় আওয়ামী লীগ বলে দুটি মামলায় উদ্দেশ্য প্রনোদিত ভাবে হয়রানির জন্য মামলার আসামী করা হয়েছে। আমি
এবং আমার যুক্তরাজ্য প্রবাসী চাচাকে হয়রানিমূলক মামলা থেকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অব্যাহতি প্রদানের জন্য প্রশাসনের প্রতি আকুল আবাদেন জানাচ্ছি।

দক্ষিণ সরমা থানার ওসি আবুল হোসেন বলেন,তদন্ত কালে যদি কেউদেশের বাইরে থাকে অথবা নিরপরাধ প্রমানিত হয় তখন তাদের মামলা থেকে অব্যাহতি দেয়া হবে।

যুক্তরাজ্য প্রবাসী ইকবাল আহমদ বলেন, আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নই। দীর্ঘদিন থেকে স্বপরিবারে যুক্তরাজ্যেবসবাস করে আসছি। গত দেড় বছর পূর্বে একবার বাংলাদেশে এসেছিলাম আর দেশে আসিনি। কে বা কারা আমাকে দক্ষিণ সুরমায় একটি রাজনৈতিক মামলায় আসামি করেছে। আমাকে হয়রানী ও আমার মানসম্মান ক্ষুন্ন করার জন্য ষড়যন্ত্র করে মামলায়জড়িয়েছে। আমি প্রশাসনের নিরপক্ষ তদন্তের মাধ্যমে মামলা থেকে অব্যাহতি দাবী জানাচ্ছি।##

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews