রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি ::
মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে চারজন চা শ্রমিককে ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। নির্মিত ঘরের উদ্বোধন করেন এবং শ্রমিকদের বুঝিয়ে দেন জাতীয় সংসদ সদস্য নেছার আহমদ ।
ঘরপ্রাপ্তরা হলেন- উত্তরভাগ চা বাগানের লক্ষণ গড়াইত, আমিনাবাদ চা বাগানের আদনারায়ন অলমিক, ইটা চা বাগানের আনোয়ার আলী ও রাজনগর চা বাগানের অনন্ত রায় (লক্ষীন্দর)।
বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে ও রাজনগর উপজেলা সমাজকল্যাণ পরিষদের সার্বিক তত্বাবধানে উপজেলার ৩টি ইউনিয়নের চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে মডেল আবাসন প্রকল্পের আওতায় ঘরগুলো নির্মাণ করা হয়। #
Leave a Reply