মাধবকুন্ডে নিষেধাজ্ঞা সত্ত্বেও উপচেপড়া ভিড় : কোন বাধাই মানছেন না পর্যটকরা মাধবকুন্ডে নিষেধাজ্ঞা সত্ত্বেও উপচেপড়া ভিড় : কোন বাধাই মানছেন না পর্যটকরা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার নবারুন আদর্শ বিদ্যাপীটের সভাপতির প্রবাস গমন উপলক্ষে সংবর্ধনা প্রদান কমলগঞ্জে অনুষ্ঠিত হলো খাসিয়াদের বর্ষবিদায় উৎসব “সেং কুটস্নেম” বড়লেখায় শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণ কুড়িগ্রামে শ্রমিক লীগ নেতাকে শ্রমিক দলে রাখার পায়তারা বড়লেখায় পৌর যুবদল নেতার মামলায় ২ যুবলীগ নেতা গ্রেফতার বড়লেখায় শিক্ষক ও সাংবাদিক মইনুল ইসলামের ইন্তেকাল : শোক প্রকাশ নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ নিটার মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এফসি ডার্ক নাইট একজন মেহেদী হাসান রিফাতের গল্প : স্বপ্ন থেকে সাফল্যের পথে আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাধবকুন্ডে নিষেধাজ্ঞা সত্ত্বেও উপচেপড়া ভিড় : কোন বাধাই মানছেন না পর্যটকরা

  • শুক্রবার, ২ অক্টোবর, ২০২০

আব্দুর রব, বড়লেখা ::

মাধবকু- জলপ্রপাত ও ইকোপার্কে প্রবেশে সরকারী নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রতিদিন বিনোদনপ্রেমীদের উপচেপড়া ভিড় জমছে। পর্যটন পুলিশ ও স্থানীয় বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীদের কোন বাধাই মানছেন না দুরদুরান্ত থেকে আগত পর্যটকরা। প্রধান ফটক তালাবদ্ধ তাকে কি, ভিন্ন পথে ঠিকই জলপ্রপাতে যাচ্ছে শত শত পর্যটক। আর তাদের সহযোগিতা করছে স্থানীয় কতিপয় অসাধু ব্যক্তি। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কর্তৃপক্ষ গত ১৭ মার্চ মাধবকু- ইকোপার্ক বন্ধ ঘোষণা করে। এরপরই প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় বনবিভাগ।

শুক্রবার বিকেলে সরেজমিনে দেখা গেছে, খুলনা, হবিগঞ্জ, নরসিংদি, শ্রীমঙ্গলসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ৪-৫শ’ পর্যটক মাধবকু- ইকোপার্ক ও জলপ্রপাতের প্রধান ফটকে ভিড় করছেন। গেইট তালাবদ্ধ থাকায় অনেকে ভিন্ন পথে মুল জলপ্রপাতে পৌছার চেষ্টা চালাচ্ছেন। মাধবকু- ইকোপার্কের প্রধান ফটকের সম্মুখে আদিবাসি খাসিয়া পল্লীর প্রবেশপথ রয়েছে। পর্যটন পুলিশ ও বনবিভাগের দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীর বাধা-নিষেধ উপেক্ষা করে খাসিয়া পুঞ্জির রাস্তা দিয়ে অনেকেই জলপ্রপাতে প্রবেশ করছে। দল বেধে পর্যটকরা ঝুকিপূর্ণ ফাঁড়ি পথে জলপ্রপাতে যাচ্ছে। বাধা দিতে গিয়ে পর্যটন পুলিশের সদস্যরা নাজেহাল হচ্ছেন।

হবিগঞ্জ থেকে আগত পর্যটক রহিম উদ্দিন, উস্তার আলী, রুহুল আমিন অভিযোগ করেন ‘আমরা চুরি করে ও পুলিশের সাথে দেন-দরবার করে মাধবকু-ে ঢুকলাম। কিন্ত ভিতরে ঢুকে ইজারাদারের কর্মচারীরা টোল আদায় করেছে।’ হবিগঞ্জের পর্যটক মঈনুল হাসান রতন জানান, দেশের হাট বাজার, শপিংমলসহ সকল বিনোদন কেন্দ্র ইতিপূর্বে খুলে দেয়া হলো। মাধবকু- জলপ্রপাত খুলে না দেয়ার কোন যুক্তি তিনি খোজে পাচ্ছেন না। পর্যটকের কথা বিবেচনা করে অবিলম্বে এ পর্যটন স্পটটি খুলে দেয়ার দাবী জানান।

বড়লেখা ফরেস্ট কর্মকর্তা শেখর রঞ্জন দাস জানান, বর্তমান পরিস্থিতি জানিয়ে তিনি উর্ধ্বতন কর্মকর্তাকে চিঠি দিয়েছেন। প্রতিদিন ৩/৪শ’ পর্যটক মাধবকু-ে ভিড় করছেন। তাদের সামাল দিতে বনবিভাগ ও পর্যটন পুলিশ হিমসিম খাচ্ছে।

পর্যটন পুলিশের এএসআই মোক্তার হোসেন জানান, বাধা-নিষেধ দিয়েও পর্যটকদের আটকাতে পারছেন না। বিভিন্ন পাহাড়ি পথে তারা জলপ্রপাতে ছুটে যাচ্ছে। অনেক সময় উত্তেজিত পর্যটকরা তাদের লাঞ্চিতও করছে।

বন ও পরিবেশ মন্ত্রণালয় সুত্রে জানা গেছে, মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সবধরনের জনসমাগম রোধে অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে মাধবকু- জলপ্রপাত ও ইকোপার্ক।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews