কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে সমতলে বসবাসকারী আদিবাসী জনগোষ্ঠীর জলবায়ু পরিবর্তনজনিত সংকট ও সহনশীল সাংস্কৃতিক অভিযোজনের উপায় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার আদমপুর ইউনিয়নের মণিপুরি কালচারাল কমপ্লেক্সে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় মণিপুরি আদিবাসী জনগোষ্ঠীর ৪৫ জন নারী-পুরুষ অংশগ্রহন করেন। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট’র অর্থায়নে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ এ সেমিনারের আয়োজন করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও প্রকল্প পরিচালক ড. সিদ্দিকুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইআরসিসি প্রজেক্ট’র ফিন্যান্স ও এডমিন ম্যানেজার শান্তিপদ সাহা, মণিপুরি কালচারাল কমপ্লেক্সের সভাপতি জয়ন্ত কুমার সিংহ, প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক বিলকিস বেগম, সাবেক সদস্য কে মনিন্দ্র সিংহ, বাংলাদেশ মণিপুরি আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সমরজিত সিংহ, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সালাউদ্দিন শুভ, মৈরাপাইবি সমাজ উন্নয়ন সংস্থার সভানেত্রী সৌদামিনী শর্মা, হোমেরজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি ওইনাম পামহৈইবা, সমাজকর্মী সমরেন্দ্র সিংহ, সমাজ কর্মী নিখিল কুমার সিংহ, শিক্ষক হাওবম সুধীর সিংহ, আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক আনোয়ারা বেগম প্রমুখ। এছাড়া সেমিনারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমানের পরিচালনায় সেমিনারে গবেষণাকাজে অংশ নেওয়া জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তোর পর্যায়ের শিক্ষার্থী সামিহা, স্মৃতি, মিনহাজ, পৃথুল, সজীব ও রুম্মানসহ আইআরসিসি প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাবে কমলগঞ্জের মণিপুরি জনগোষ্ঠীসহ অন্যান্য জনগোষ্ঠীর ওপর জলবায়ুর প্রভাব, জলবায়ু পরিবর্তন সাপেক্ষে তাদের টিকে থাকার জন্য প্রয়োজনীয় পদক্ষেপসমূহ চিহ্নিত করার পাশাপাশি এর থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply