জুড়ী ফুলতলা সীমান্তে মাদকদ্রব্যসহ যুবলীগ নেতা বিজিবি’র হাতে আটক জুড়ী ফুলতলা সীমান্তে মাদকদ্রব্যসহ যুবলীগ নেতা বিজিবি’র হাতে আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে ‘ফ্রেন্ডশিপ’ এর জেলা পর্যায়ে মর্যাদাপূর্ণ ‘প্রতিবন্ধিতা বিষয়ক এ্যাওয়ার্ড’ অর্জন ওসমানীনগর উপজেলা প্রশাসনের বিজয় দিবসের প্রস্তুতি সভা কমলগঞ্জে ইউপি সদস্যের বন সংলগ্ন সরকরি জমি দখল করে ঘর নির্মাণ চলমান পরিস্থিতি নিয়ে কমলগঞ্জে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা রাজনগরে ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’-এর উদ্যোগে সাধারণ জ্ঞান প্রতিযোগীতা অনুষ্ঠিত  কুলাউড়া রাস্তা জবর দখলের চেষ্টা শীর্ষক সংবাদের সংশোধন কুলাউড়ার লক্ষ্ণীপুর চা বাগান ভূমিখেকোদের কবল থেকে উদ্ধার ও চা শ্রমিকদের পূর্নবাসনের দাবী সিলেটে যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় চান্সপ্রাপ্তদের নিয়ে প্রি-ডিপার্চার সেশন অনুষ্ঠিত কুলাউড়ায় আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময়- কোনভাবেই ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করা যাবে না

জুড়ী ফুলতলা সীমান্তে মাদকদ্রব্যসহ যুবলীগ নেতা বিজিবি’র হাতে আটক

  • মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

আল আমিন আহমদ  ::
মৌলভীবাজারের জুড়ী উপজেলার সীমান্তবর্তী ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী থেকে যুবলীগ নেতা মো. নূরুল ইসলাম কে মাদকদ্রব্যসহ আটক করে বিজিবি।

মঙ্গলবার ০৫ নভেম্বর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মেহেদী হাসান, পিপিএম।
জুড়ী উপজেলার দক্ষিণ সাগরনাল গ্রামের মৃত কণর মিয়ার ছেলে মো. নূরুল ইসলাম (৪২) কে ০৪ নভেম্বর বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকটিলা বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৮২৮/এমপি এর নিকট দিয়ে বিপুল পরিমাণে মাদকদ্রব্য পাচার হতে পারে এমন সংবাদের ভিত্তিতে ডাকটিলা বিওপি হতে একটি বিশেষ টহলদল দ্রুত পূর্ব বটুলী যায় এবং পূর্ব বটুলীতে ওৎ পেতে থাকে। আনুমানিক রাত ১১.৩০ মিনিটে সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব বটুলী নামক স্থানে মাদক চোরাচালানের সাথে জড়িত একদল মাদক ব্যবসায়ীকে অনুসরণ করে এবং মাদক হস্তান্তরের সময় উক্ত স্থান হতে মো. নূরুল ইসলাম একটি সাইকেলসহ আটক করতে সক্ষম হয়। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে অপর দুই জন চোরাকারবারী অন্ধকারের সুযোগ নিয়ে দৌড়ে জঙ্গলে পালিয়ে যায়। আটককৃত আসামীর পকেট হতে ১০ পিস ইয়াবা ট্যাবলেট, মোবাইল ফোন-০২ টি এবং বাংলাদেশী নগদ ৫,০৫০/- টাকা উদ্ধার করা হয়।

এছাড়াও প্রেস বিজ্ঞপ্তি’র উল্লেখ করা হয় মো. নূরুল ইসলামের
বিরুদ্ধে সীমান্ত এলাকায় গরু চোরাচালান, তারকাটার বেড়া কেটে মানব পাচারসহ মাদক চোরাচালানের অভিযোগ রয়েছে। পূর্ববর্তী সরকারের সময়কালে রাজনৈতিক ছত্রছায়ায় এলাকায় আধিপত্য বিস্তার করে চোরাচালানী পরিচালনা করতেন। এছাড়াও, তিনি বিগত জুলাই-আগস্টে ছাত্রদের অসহযোগ আন্দোলনের সময়ে ছাত্রদের বিরুদ্ধে সোচ্ছার ছিলেন এবং ০৫ আগষ্টের পর হতে গা ঢাকা দিয়ে ছিলো এবং সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল। সম্ভবত এ কারণে এ যুবলীগ নেতা ইয়াবা ব্যবসার মাধ্যমে গোপনে টাকা সংগ্রহের জন্য চেষ্টা করছিলো।

মাদক চোরাচালানের দায়ে আটককৃত যুবলীগ নেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আজ ০৫ নভেম্বর সকালে মোঃ নুরুল ইসলাম কে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews