কুলাউড়া ও রাজনগরে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে নগদ অর্থ ও তৈজষপত্র বিতরণ কুলাউড়া ও রাজনগরে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে নগদ অর্থ ও তৈজষপত্র বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার হাজিপুর ইউনিয়নে জিপিএ-৫ ও এ গ্রেড পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা রাজারহাটে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে বাল্যবিবাহ বন্ধে সংলাপ কুড়িগ্রামে ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র মতবিনিময় কুলাউড়া জয়চন্ডীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মিলন বৈদ্য কুড়িগ্রামে বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ কুলাউড়ায় ‘চক্ষুসেবায় নারীদের অভিগম্যতা নিশ্চিৎকরণ’ বিষয়ক পরামর্শ সভা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি হলেন ওসমানীনগরের ময়নুল হক চৌধুরী বড়লেখায় ইউপি মেম্বারের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি কুলাউড়ায় এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের বিশ্ব টয়লেট দিবস উদযাপন কুলাউড়ার ব্রাহ্মণবাজারে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুলাউড়া ও রাজনগরে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে নগদ অর্থ ও তৈজষপত্র বিতরণ

  • সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

এইবেলা, কুলাউড়া :: সম্প্রতি মনু নদীর বন্যায় মৌলভীবাজার জেলার কুলাউড়া ও রাজনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্লাবিত হয়। মনুর ভাঙনে বসতবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট, গবাদিপশু সহ ব্যাপক ক্ষতি হয়। ক্ষতিগ্রস্থ এলাকার মানুষ ঘুরে দাঁড়াতে সরকারের পাশাপাশি বিভিন্ন দাতা সংস্থা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। সেভ দ্যা চিলড্রেনের সহায়তায় এফআইভিডিবির মাধ্যমে বিজিডি মুনসুন ফ্লাস ফ্লাড রেসপন্ড প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্থ কুলাউড়া উপজেলার টিলাগাঁও, পৃথিমপাশা, রাজনগর উপজেলার টেংরা ও কামারচাক ইউনিয়নের পাঁচ শতাধিক পরিবারের মধ্যে নগদ অর্থ ও তৈজষপত্র বিতরণ করা হয়েছে পর্যায়ক্রমে।

১১ নভেম্বর নগদ অর্থ ও তৈজষপত্র বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা, কুলাউড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মালিক, টেংরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাম দুলারী নুনিয়া, সেভ দ্যা চিলড্রেনের প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান, কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, এফআইভিডিবির ইমারজেন্সী রেসপন্স ও ডিআরআর ফোকাল কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, প্রজেক্ট ম্যানেজার আবু বকর শিকদার, প্রকল্প সমন্বয়কারী তৈয়ব আলী, গৌতম কুমার দাস, ফিল্ড একাউন্টেন্ট মোজাম্মেল হক প্রমুখ।

প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আবু বকর শিকদার বলেন, ক্ষতিগ্রস্থ এলাকায় বাছাইকৃত পাঁচশত জনের মধ্যে ২০ টি পরিবারের মধ্যে নগদ ১০০০০ টাকা ও ২৪০ টি পরিবারের মধ্যে ৬০০০ টাকা ও ২৪০টি পরিবারের মধ্যে তৈজষপত্র বিতরণ করা হয়। ##

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews