ক্যাম্পাস প্রতিনিধি, নিটার :: ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এর ক্যারিয়ার ক্লাব প্রথমবারের মতো ‘স্পার্কট্যাঙ্ক-২৪’ নামে একটি ন্যাশনাল কম্পিটিশনের আয়োজন করছে। এই প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর নিটার ক্যাম্পাস, সাভারে।
দেশের বিভিন্ন ক্যাম্পাস থেকে আগত প্রতিযোগীরা প্রতিযোগিতার তিনটি সেগমেন্টে লড়াই করবে: কেস চ্যালেঞ্জ, ব্যাটল অফ মাস্টারমাইন্ড, এবং ফটোগ্রাফি এক্সিবিশন। এই প্রতিযোগিতায় সেরা প্রতিযোগীদের জন্য থাকছে ৬০,০০০ টাকার প্রাইজ পুল, যা তাদের প্রচেষ্টা এবং দক্ষতার স্বীকৃতি হিসেবে প্রদান করা হবে।
এই প্রতিযোগিতার প্রতিটি সেগমেন্টে অংশগ্রহণকারী প্রতিযোগীরা নির্বাচনী রাউন্ডে উত্তীর্ণ হয়ে ফাইনাল রাউন্ডে পৌঁছেছে। কেস চ্যালেঞ্জ ও ব্যাটল অফ মাস্টারমাইন্ড এর প্রতিযোগীরা তাদের কৌশল এবং বুদ্ধিমত্তা দিয়ে প্রাথমিক রাউন্ড থেকে উন্নতি করে, এবং ফটোগ্রাফি এক্সিবিশন এর প্রতিযোগীরা তাদের দক্ষতা ও সৃজনশীলতা প্রদর্শন করে ফাইনাল রাউন্ডে পৌঁছেছেন।
১৫ নভেম্বর প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ টেক্সটাইল মিলস্ অ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্ট জনাব. শওকত আজিজ রাসেল, দিকনির্দেশক হিসেবে উপস্থিত থাকবেন নিটার-এর পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো: শাহরিয়ার সবুক্তাগিন, যিনি পুরো কম্পিটিশনের দিকনির্দেশনা প্রদান করবেন। এছাড়াও, বিশেষ উপস্থিতি হিসেবে থাকবেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর শিশির রহমান (হেই ব্রো ক্লাব), যিনি নিজের অভিজ্ঞতা দিয়ে প্রতিযোগীদের উৎসাহিত করবেন।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পালমাল গ্রুপ এর প্রফ. নূর এ খান, হামিম গ্রুপ থেকে জনাব. নিজাম উদ্দিন এবং উম্মে আফিয়া আক্তার, এবং যমুনা গ্রুপ থেকে জনাব. আব্দুল হাকিম।
এই ফাইনাল রাউন্ড শুধু একটি কম্পিটিশন নয়, এটি দেশের সেরা মেধাবীদের জন্য এক উজ্জ্বল মঞ্চ, যেখানে প্রতিযোগীরা তাদের সৃজনশীলতা এবং দক্ষতার সর্বোচ্চ মান প্রদর্শন করবে। স্পার্কট্যাঙ্ক-২৪ এ অংশগ্রহণকারী প্রতিটি প্রতিযোগী শিখবে, উদ্বুদ্ধ হবে এবং তার পরবর্তী সাফল্যের পথে এক নতুন পদক্ষেপ নেবে বলে আশা করা যায়।
Leave a Reply