বড়লেখায় শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণ বড়লেখায় শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে ব্রি-ধান ১০৮ চাষে সফল কৃষক মিঠু কমলগঞ্জের আলীনগর ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা রাজু গ্রেপ্তার কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বাড়ন্ত মুরগীর বাচ্চা ও খাদ্য বিতরণ কমলগঞ্জে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজ চ্যাম্পিয়ন আত্রাইয়ে ভটভটি উল্টে নিহত- ১ আহত ২ ওসমানীনগরে হারভেস্টার মেশিনে অগ্নিসংযোগ বড়লেখায় ৪ সিএনজি চোর গ্রেফতার, ৩ চোরাই সিএনজি উদ্ধার কুড়িগ্রামে এবি পার্টির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কমলগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা কমলগঞ্জে মেয়াদ উত্তীর্ণ পাথর ভেঙ্গে খোয়া তৈরিতে ভেস্তে যাওয়ার আশঙ্কা নির্মাণ কাজ

বড়লেখায় শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণ

  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখা শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা শুক্রবার কাঠালতলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। বৃত্তির পুরস্কারের অর্থায়ন করেন দুবাই প্রবাসি ব্যবসায়ি নজরুল ইসলাম। ওই দিন বিকেলে বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার বিতরণ করা হয়েছে।

উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার সরকারি ও বেসরকারি বিভিন্ন কিন্ডারগার্টেনসহ ৮২টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ২১৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে ৫ জনকে ট্যালেন্টপুল বৃত্তি মেধানুসারে প্রথম জনকে ১০ হাজার টাকা, দ্বিতীয়জনকে ৮ হাজার, তৃতীয়জনকে ৭ হাজার, চতুর্থ জনকে ৬ হাজার ও পঞ্চম স্থান অর্জনকারিকে ৫ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। সাধারণ বৃত্তিপ্রাপ্ত ১০ জনের প্রত্যেককে ২ হাজার টাকা করে পুরস্কৃত করা হয়। এছাড়া সকল শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও বৃত্তি স্মারক প্রদান করা হয়। এতে দুবাই প্রবাসি ব্যবসায়ি ও শিক্ষানুরাগি নজরুল ইসলামের প্রায় ১ লক্ষ টাকা ব্যয় হয়ে।

বৃত্তি পরীক্ষা পরিচালনা করেন শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কলাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছয়ফুল হক। পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন বিওসি কেছরিগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এমরান হোসেন নামুন। হল সুপারের দায়িত্বে ছিলেন বড়খলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম।

কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নুর সভাপতিত্বে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রধান শিক্ষক ছয়ফুল হকের সঞ্চালনায় বৃত্তির পুরস্কার ও সম্মাননা ক্রেষ্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মীর আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি ময়নুল হক, উপজেলা জামায়াতের নায়বে আমীর ফয়ছল আহমদ, দক্ষিণভাগ উওর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান, দক্ষিণভাগ উওর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক দুবাই প্রবাসি নজরুল ইসলাম, ডিমাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মুহিবুর রহমান।

পরে ফাউন্ডেশনের পক্ষ থেকে সুজানগর সরকারি প্রাথমিক বিদ্যায়ের সদ্য অবসরে যাওয়া প্রধান শিক্ষিকা সঞ্চিতা শর্মাকে সম্মানা স্মারক প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews