ঐক্যবদ্ধ হয়ে সকলকে দলের কাজ করতে হবে : ফয়জুল করিম ময়ূন ঐক্যবদ্ধ হয়ে সকলকে দলের কাজ করতে হবে : ফয়জুল করিম ময়ূন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তেরো বছর পর দেশে ফিরছেন স্পেন বিএনপির সম্পাদক রমিজ উদ্দিন! বড়লেখায় সৌর বাতিতে আলোকিত গ্রামীণ রাস্তা- কমবে অপরাধ বাড়বে নিরাপত্তা ওসমানীনগরে এ্যাম্বুলেন্স-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ ঐক্যবদ্ধ হয়ে সকলকে দলের কাজ করতে হবে : ফয়জুল করিম ময়ূন কমলগঞ্জে গৃহনির্মাণ সামগ্রী কৃষি সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করল গুড নেইবারস বাংলাদেশ কুলাউড়ার কর্মধা ইউপি চেয়ারম্যান আজাদ ও হাজীপুরের গুলজার মেম্বার আটক বড়লেখায় শহীদ জিয়া স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট উদ্বোধন কুলাউড়ার বিএনপি নেতা মনাফ মেম্বার হত্যাকান্ড : ১৫ বছর থেকে ন্যায় বিচার বঞ্চিত পরিবার দু’সপ্তাহের বকেয়া মজুরি পেয়ে কাজে ফিরলেন এনটিসি চা বাগানের শ্রমিকরা কমলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ও জয়িতা সংবর্ধনা প্রদান

ঐক্যবদ্ধ হয়ে সকলকে দলের কাজ করতে হবে : ফয়জুল করিম ময়ূন

  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

বড়লেখা প্রতিনিধি:

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌরমেয়র ফয়জুল করিম ময়ূন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, আমরা যারা বিএনপি করি, আমরা দলের স্বার্থে বিভেদ ভুলে গিয়ে এক টেবিলে বসতে। এক সাথে দলের জন্য কাজ করতে। দলকে তৃণমূল থেকে ঢেলে সাজিয়ে সম্মেলনের মাধ্যমে কমিটি করতে। গ্রাম থেকে শহরে দলকে সুসংগঠিত করে শক্তিশালী দলে পরিণত করতে। এক্ষেত্রে আমরা অবিচল থাকতে হবে। আমরা সকলে এক ও অভিন্ন বিএনপি। এর সাথে কোনো রকমের আপোষ নেই। এখন সম্মেলনের মাধ্যমে কমিটি হবে। এর প্রক্রিয়া শুরু হয়েছে। নিজেদের ভেদাভেদ ভুলে গিয়ে এক সঙ্গে কাজ করাটা দলের জন্য সুফল বয়ে আনবে। সারা জেলার বিএনপির নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্খিগণ আমাদের দিকে চেয়ে আছেন। তারা চান দলের গ্রুপিং-কোন্দল মিটে যাক। বিএনপি ঐক্যবদ্ধ হউক। এটাই এখন সকলের চাওয়া।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেল পাঁচটায় বড়লেখা উপজেলা ও পৌর বিএনপির ১৭ ডিসেম্বেরের কর্মীসভা সফলের লক্ষ্যে জেলা বিএনপি আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আজকে বড়লেখায় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ সকল ভেদাভেদ ভুলে এক সঙ্গে বসায় আমি অত্যন্ত আনন্দিত। আমাদের মধ্যে একে অপরের যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক এটি যে বহাল থাকছে। আবার যে ফিরে এসেছে এতে আমরা খুশি হয়েছি। দলের অভিজ্ঞ নেতাদের দিয়ে সাংগঠনিক টিমের প্রধান সমন্বয়ক ও সমন্বয়কের টিম গঠন করে দেওয়া হয়েছে।

ময়ূন সবাইকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাংগঠনিক নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, বিএনপির রাজনীতি করতে হলে দলের হাইকমান্ডের নির্দেশনা পরিপূর্ণভাবে মেনে চলতে হবে। এসময় দুটি অংশের নেতৃবৃন্দ সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বকশি জুবায়ের আহমদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কানাডা বিএনপি’র সভাপতি ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আহমেদ চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ভিপি মিজানুর রহমান, মোশারফ হোসেন বাদশা, আব্দুল মুকিত, আশিক মোশারফ, নাসির উদ্দিন মিঠু, মতিন বকস, মুহিতুর রহমান হেলাল, আব্দুল হাফিজ ও আনিসুজ্জামান বায়েস, বড়লেখা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews