এইবেলা, কুলাউড়া ::
ইউরোপের দেশ স্পেন বিএনপির সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন দীর্ঘ তেরো বছর পর নিজ জন্মভূমিতে আসছেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকালে এসে তিনি সিলেট পৌঁছাবেন। প্রায় দেড় মাস তিনি বাংলাদেশে অবস্থান করবেন।
জানা যায়, মৌলভীবাজারের কুলাউড়া ভুকশিমইল ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা রমিজ উদ্দিন দীর্ঘদিন থেকে নিজ দেশে আসতে পারেননি। ইউরোপের দেশ স্পেনে তিনি বিএনপির রাজনীতিকে সুসংগঠিত করে রেখেছেন। বিগত আওয়ামী সরকারের আমলে দেশে আসার চেষ্টা করেও আসতে পারেন নি। আওয়ামী কুচক্রীদের কারণে স্পেনেও মামলার স্বীকার হয়ে জেল ও রেসিডেন্স কার্ড হারিয়েছিলেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন অর্থনৈতিকভাবে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) কাতার এয়ারলাইনসের একটি ফ্লাইটে মাদ্রিদ থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌছেবেন ৫টা ৩০ মিনিটে। বাংলাদেশে অবস্থান কালে তিনি কুলাউড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে বৈঠকের কথা রয়েছে। এছাড়াও তিনি কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সাথেও মতবিনিময় করবেন।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply