বড়লেখা প্রতিনিধি:
জুড়ীতে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উপজেলার পূর্ব-জুড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি আছলম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে বড়ধামাই গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে।
জানা গেছে, ১৬ জুলাই এবং ৩ ও ৪ আগষ্ট জুড়ী শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পালনকালে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। ৩ আগষ্টের শান্তিপূর্ণ মিছিলে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ হামলা চালালে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এ ঘটনায় ২৬ আগষ্ট আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ৬৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমম্বয়ক তারেক মিয়া মামলা করেন।
জুড়ী থানার অফিসার ইনচার্জ মোরশেদুল আলম ভূঁইয়া জানান, গ্রেফতার যুবলীগ নেতা আছলম উদ্দিনকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply