যথাযোগ্য মর্যাদায় কমলগঞ্জে ৫৩ তম বিজয় দিবস উদযাপন যথাযোগ্য মর্যাদায় কমলগঞ্জে ৫৩ তম বিজয় দিবস উদযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন

যথাযোগ্য মর্যাদায় কমলগঞ্জে ৫৩ তম বিজয় দিবস উদযাপন

  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::: নানা কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারের কমলগঞ্জে ৫৩ তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়। সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে কমলগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠন পুষ্পার্পণ করে দিবসের কর্মসূচির শুরু হয়। ভোর সাড়ে ৭টায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সৈয়দ ইফতেখার উদ্দিনের নেতৃত্বে ধলই চা বাগানে বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান স্মৃতিসৌধে, কামুদপুর মুক্তিযোদ্ধা কবরস্থান, দেওড়াছড়া চা বাগান বধ্যভূমি ও শমশেরনগর বধ্যভূমিতে পুষ্পার্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পর্যায়ে বিজয় মেলার (চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্যের) শুভ উদ্বোধন করা হয়। দুপুরে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও শিশুদের জন্য চিত্রাঙ্গণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ডি, এম সাদিক আল সাফিন, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সৈয়দ ইফতেখার উদ্দিন, বিএনপি নেতা গোলাম কিবরিয়া শফি প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।।

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সোমবার বিকেলে মাধবপুর শিববাজারস্থ মণিপুরি ললিতকলা একাডেমীর আয়োজনে ললিতকলা একাডেমী অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মণিপুরি ললিতকলা একাডেমীর গবেষনা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি, এম সাদিক আল সাফিন। আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি চারণ করেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সোমবার কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়ন পরিষদের আয়োজনে ৬ দিন ব্যাপী বিজয় উৎসব পালিত হয়েছে। সোমবার আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবটি শেষ হয়েছে। বিজয় উৎসব উপলক্ষে ফুটবল, ক্রিকেট, সাঁতার, কাবাডি, হাস ধরা, ব্যাডমিন্টন, হাঁড়ি ভাঙা, তৈলাক্ত বাঁশ বেয়ে উপড়ে উঠাসহ বিভিন্ন খেলাধুলার পাশাপাশি নানান প্রতিযোগিতার আয়োজন করা হয়।

পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, আমরা দীর্ঘদিন পর মহান বিজয় দিবস উপলক্ষে ৬ দিনের একটা বিজয় উৎসব পালন করেছি। এই উৎসব সকল শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছেন। আমাদের এই উৎসব তরুণ প্রজন্মকে আরও উৎসাহিত করে তুলবে।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews