তরুণ প্রজন্মকে মাদক থেকে বাঁচাতে খেলাধূলার বিকল্প নেই- ময়ূন তরুণ প্রজন্মকে মাদক থেকে বাঁচাতে খেলাধূলার বিকল্প নেই- ময়ূন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লুট হওয়া পাথর উদ্ধার করে সাদা পাথরেই প্রতিস্থাপন করা হচ্ছে অফিসে প্রকাশ্যে ‘ধূমপান’ করে ভাইরাল’ সেই প্রকৌশলী বড়লেখায় বদলি : সেবাপ্রার্থীদের সাথে অসদাচরণ বড়লেখায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেফতার ৯ কুড়িগ্রাম সীমান্তে ২ মণ গাঁজা জব্দ করেছে বিজিবি আত্রাই নদীর পানি বৃদ্ধি : কৃষকের কপালে চিন্তার ভাঁজ কুরআন তিলাওয়াত দিয়ে নবীনবরণ প্রোগ্রামের সূচনায় শিক্ষার্থীদের আপত্তি কুলাউড়ায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্কুল শিক্ষিকা স্ত্রীর মৃত্যু “কাব্যগ্রন্থ এসো আলোর পথের” মোড়ক উন্মোচন বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকের উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন আত্রাইয়ে ২জন বিএডিসি সার ডিলারের লাইসেন্স বাতিলের সুপারিশ

তরুণ প্রজন্মকে মাদক থেকে বাঁচাতে খেলাধূলার বিকল্প নেই- ময়ূন

  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

মৌলভীবাজার প্রতিনিধি ::: মাদক ও অপসংস্কৃতি ছেড়ে তরুণ প্রজন্মকে খেলাধুলায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন। তিনি বলেন, ‘খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদক নয়, অপসংস্কৃতি নয়, দেশের যুবসমাজ সুষ্ঠু, স্বাস্থ্যকর খেলাধুলায় মেতে উঠবে। এ বিষয়ে তরুণ সমাজের জন্য সরকারি এবং বেসরকারি পর্যায়ে খেলাধুলার পরিবেশ সৃষ্টি করে দিতে হবে।

’ তিনি বলেন, ‘ আমাদের তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে খেলাধুলার পাশাপাশি সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে। মাদক নির্মূলে সমাজের সচেতন মানুষকে ঐকবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা চাই দেশের তরুণ প্রজন্ম সুস্থ বিনোদনের মাধ্যমে খেলাধুলায় সময় দেবে। সুস্থ সংস্কৃতির মাধ্যমে পড়াশোনার সঙ্গে খেলাধুলাও করবে।’ আমরা চাই, শুধু যুবসমাজ নয়-সব বয়সি মানুষ স্ব স্ব পেশা-কর্মের সঙ্গে খেলাধুলা-শরীরচর্চায় মনোনিবেশ করবে। যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে প্রয়োজনীয় সাপোর্ট প্রদানে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসতে হবে।’ আমাদের যুব সমাজ মাঠে খেলবে, মাঠ দাপিয়ে বেড়াবে এবং সেখান থেকে জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরি হবে। যুবসমাজকে যথাযথভাবে গড়ে তুলতে হলে সমাজ থেকে মাদককে নির্মূল করতে হবে। মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলাবাহিনী নয়, সমাজের প্রত্যেকটা মানুষকে সোচ্চার হতে হবে। মৌলভীবাজার সদর উপজেলার ধৌপাশা মাঠে সান লাইট ক্লাব (মাইজপাড়া শাহবন্দর) আয়োজিত ধৌপাশা শাহবন্দর মাঠে অনুষ্ঠিত ৪ বছর ব্যাপী অনুষ্ঠিত এ নাইট কাবাডি টূর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এবারের টূর্ণামেন্টে ১৫ দিন ব্যাপী গ্রাম বাংলার এ জনপ্রিয় খেলা শুরু হয়েছে ।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাত আটটার দিকে অনুষ্ঠিত এ খেলায় দুই বন্ধু স্পোর্টিং ক্লাব বনাম জনি টাইগার কাবাডি দলের খেলা অনুষ্ঠিত হয়। আব্দুল গফফার জনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি সৈয়দ মুজাম্মিল আলী শরীফ ওসানলাইট ক্লাবের উপ-প্রধান পৃষ্টপোষক সাইদুজ্জামান জয়নাল। এতে বক্তব্য রাখেন-সদস্য আব্দুল বাছিত, সৈয়দ আমীর আলী, মারুফ আহমদ,অলিউর রহমান খোকন, আশিক আহমদ প্রমূখ।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews