কুলাউড়া প্রতিনিধিঃ
কুলাউড়া পৌরসভা আয়োজিত ৩য় মেধাবৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ২৪শে ডিসেম্বর মঙ্গলবার কুলাউড়া নবীন চন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পৌরসভা এলাকার সকল কিন্ডার গার্টেন, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় মিলিয়ে ২৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৮৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। অংশগ্রহণকারীর মধ্যে ৫ম শ্রেণির ১২৩ জন ও ৮ম শ্রেণির ৬৩ জন।
মেধাবৃত্তি পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক মোঃ মহিউদ্দিন, নবীন চন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার মোঃ শফিকুল ইসলাম, কুলাউড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী শরদিন্দু রায়, নবীন চন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোবারক হোসেন, কুলাউড়া পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ কামরুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী অজয় কিশোর দাস প্রমূখ।
উল্লেখ্য ২০২২ সাল থেকে কুলাউড়া পৌরসভার ব্যবস্থাপনায় মেধাবৃত্তি পরীক্ষা শুরু হয়। এতে ব্যাপক সাড়া পড়ে। সেই ধারাবাহিকতায় এটি ৩য় মেধাবৃত্তি পরীক্ষা।
Leave a Reply