কুড়িগ্রাম প্রতিনিধি ::: কুড়িগ্রামে বিএনপির নবগঠিত আহবায়ক কমিটি’র আহবায়ক মোস্তফাকে প্রত্যাখান করে মশাল মিছিল করেছে জেলা বিএনপির একাংশ। এ ঘটনায় শহরে টান টান উত্তেজনা বিরাজ করছে।
সোমবার (২৩ ডিসেম্বর) রাত ১০ টায় কুড়িগ্রাম শহরের সুজামের মোড় থেকে যুবদল নেতা আব্দুল কাইয়ুমের নেতৃত্বে একটি মশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালিবাড়িতে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এ সময় নবগঠিত কমিটির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফাকে বহিস্কারের দাবিতে নানা শ্লোগান তোলা হয় এবং আহবায়ক কমিটি থেকে তাকে বাতিলের দাবি তোলেন নেতা-কর্মীরা। তার বিরুদ্ধে অভিযোগ তিনি ভারতীয় নাগরিক, স্বরাস্ট্র মন্ত্রণালয়ে এবং নির্বাচন কমিশনে তার বিরুদ্ধে লিখিত অভিযোগের তদন্ত চলমান রয়েছে। এ অবস্থায় তাকে আহবায়ক করায় তৃণমূল বিএনপি নেতা- কর্মিদের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে।
উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর বিএনপির পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
কমিটিতে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোস্তাফিজার রহমান (মোস্তফা)কে আহবায়ক, ১নং যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিবকে ২নং যুগ্ম আহবায়ক, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইনকে কায়কোবাদ সোহেল সদস্য সচিব এবং সাবেক সভাপতি তাসভীর উল ইসলামকে সদস্য করে কমিটি অনুমোদন করা হয়।
আরো জানা যায়, মোস্তফার মেয়ে জামাই ডাক্তার আরিফ স্বাধীনতা চিকিৎসক পরিষদ (সাচিব) নেতা যার অর্থায়নে ছাত্রলীগ -যুবলীগের সন্ত্রাসের অস্ত্রের যোগান দাতা, তার অর্থায়নের অস্ত্র দারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলা হয়। বিগত ১৫ বছর তিনি আওয়ামীলীগের সাথে আতাত করে টেন্ডারের বাটোয়ারা নিয়ে ছিলেন যা কুড়িগ্রামের আপামর জনতার মুখে মুখে ।##
Leave a Reply