কমলগঞ্জে দি ভানুবিল মাঝেরগাঁও ড্রামা পাার্টির শতবর্ষ পূর্তি উদযাপন কমলগঞ্জে দি ভানুবিল মাঝেরগাঁও ড্রামা পাার্টির শতবর্ষ পূর্তি উদযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় লংলা কলেজে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল করিম নিপুকে সংবর্ধনা কুলাউড়ার লংলা কলেজের রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় বড়লেখায় মূর্তি ভাংচুর, টাকা স্বর্ণালংকার নিয়ে পালিয়েও শেষ রক্ষা হয়নি উশৃঙ্খল যুবক টিপুর আত্রাইয়ে কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন বিপাকে শ্রমজীবী মানুষ হাসপাতালের নানা অসঙ্গতি নিয়ে প্রশ্ন তোলায় : প্রাণনাশের হুমকি কমলগঞ্জে প্রচেষ্টার প্রকল্প অবহিতকরণ সভা কমলগঞ্জে প্রায় ১ কোটি টাকার খাস জমি উদ্ধার কুলাউড়ায় শিক্ষার্থীদের প্রশংসাপত্র বিতরণ ও গুণী শিক্ষক সংবর্ধনা প্রদান বড়লেখায় প্রধান শিক্ষককে অবসর জনিত সংবর্ধনা বড়লেখায় প্রাইম ব্যাংকের উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

কমলগঞ্জে দি ভানুবিল মাঝেরগাঁও ড্রামা পাার্টির শতবর্ষ পূর্তি উদযাপন

  • রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে দি ভানুবিল মাঝেরগাঁও ড্রামা পার্টির শতবর্ষ পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গুণিজন সংবর্ধনা, আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা এবং নাটক মঞ্চায়ন করা হয়। গত বৃহস্পতিার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবিল মাঝেরগাঁও গ্রামের মহাদেব মন্দির সংলগ্ন মাঠে নিঙোল পালী উদযাপন কমিটি আয়োজিত অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় পড়িয়ে বরণ করে নেওয়া হয়। এসময় স্ব স্ব কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ১৩ গুণি ব্যক্তিকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।

পরে আলোচনা সভায় নিঙোল পালী উদযাপন কমিটির আহ্বায়ক লৈচোম্বম রাজকুমার সিংহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি. এম. সাদিক আল শাফিন। বিশেষ অতিথি ছিলেন মণিপুরি কালচারাল কমপ্লেক্সের সভাপতি এল, জয়ন্ত কুমার সিংহ, কবি, লেখক-অনুবাদক ও মণিপুরি মিররের প্রধান সম্পাদক হামোম প্রমোদ প্রমুখ। অয়েকপম অন্জু, লাইশ্রম সুপর্না ও থাংজম নিভারানীর যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজকর্মী ইবুঙহাল সিংহ শ্যামল, প্রধান শিক্ষক শান্ত কুমার সিংহ, জাতীয় মুক্তিযোদ্ধা জাদুঘরের ব্যবস্থাপক ওয়াই চন্দ্রজিত, শিক্ষক য়েনসানবম রঞ্জিত প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিঙোল পালী উদযাপন কমিটির সদস্য সচিব ব্রজকিশোর সিংহ। শুভেচ্ছা বক্তব্য রাখেন অন্তরা শর্মা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও অহিংদা নুমিৎ নাটক মঞ্চায়নের মাধ্যমে শতবর্ষ উৎসবের সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, চিরায়ত সমৃদ্ধ সাহিত্য-সংস্কৃতির এক অনবদ্য জাতির নাম মণিপুরি। মণিপুরি সংস্কৃতিকে নাট্য রূপে মঞ্চায়নের মাধ্যমে জনসম্মুখে তুলে ধরতে ‘দি ভানুবিল মাঝেরগাঁও ড্রামা পার্টি’ প্রতি বছর নিঙোল পালি উৎসবে নাটক মঞ্চায়ন করে আসছে। দি ভানুবিল মাঝেরগাঁও ড্রামা পার্টি নাট্য সংগঠনটি ঐতিহ্যবাহী সংগঠন।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews