কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মবশ্বির আলী চৌধুরী কল্যান ট্রাষ্টের উদ্যোগে বিনামূল্যে দিনব্যাপী চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। শনিবার ( ৪ জানুয়ারী ) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিএনএসবি মৌলভীবাজার চক্ষু হাসপাতালের চিকিৎসা সেবায় এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। এতে পাঁচ শতাধিক রোগীকে এ সেবা প্রদান করা হয়েছে। এ সময় ৭৮ জন বাছাইকৃত ছানিপড়া রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়। এছাড়া প্রায় ২শত জন রোগীকে বিনামূল্যে চশমা ও বাকিদের ঔষধ প্রদান করা হয়।
মবশ্বির আলী চৌধুরী কল্যান ট্রাষ্টের সহসভাপতি শামসুজ্জামান চৌধুরী রাহেল সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা দুরুদ আহমদ, জামায়াতে ইসলামী কমলগঞ্জ উপজেলা শাখার আমীর মো. মাসুক মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো: আবুল হোসেন, পৌর নায়েবে আমীর সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর, বিশিষ্ট সাংবাদিক তৌহিদুর রহমান, এসএম রানা, মুজিবুর রহমান রঞ্জু, মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লেখক-গবেষক ও ট্রাস্টের সদস্য সচিব আহমদ সিরাজ, কমলগঞ্জ প্রেসক্লাবের আহব্বায়ক এম, এ, ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, স্থানীয় ইউপি সদস্য তোফাজ্জল করীম চৌধুরী শ্যামল, মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য রাসেল হাসান বখত, আবুল হোসেন প্রমুখ।
দিনব্যাপী অনুষ্ঠিত চক্ষু শিবিরে সেবা প্রদান করেন মৌলভীবাজার চক্ষু হাসপাতালের ডা. ইমরান আহমদ, রুহুল আমীন, আব্দুল হান্নান প্রমুখ।
মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি রাহেল চৌধুরী বলেন, আমরা গত ২বছর থেকে বিনা মূল্যে মানুষদের চিকিৎসা সেবা দিয়ে আসছি। এবছর পাঁচ শতাধিক চিকিৎসা সেবা দিয়েছি। তাছাড়া আমাদের স্কুলটা শুরু হওয়ার পর থেকে শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে স্কুল ড্রেসসহ সব কিছু বহন করছি। আগামীতে তা অব্যাহত থাকবে।#
Leave a Reply