এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলায় শনিবার ০৪ জানুয়ারি একাট অভিজাত রেস্তোরায় কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এর সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল করিম নিপুকে সংবর্ধণা দেয়া হয়।
প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি ও যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র সহ- সভাপতি ও নয়া দিগন্ত প্রতিনিধি ময়নুল হক পবনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাছিত বাচ্চু। সংবর্ধিত অতিথির বক্তব্য দেন যুক্তরাজ্য প্রবাসী ও কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল করিম নিপু বিশেষ অতিথির বক্তব্য দেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও আমার দেশ প্রতিনিধি চৌধুরী আবু সাঈদ, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও দিনকাল প্রতিনিধি মোক্তাদির হোসেন, নিউইয়র্ক ঠিকানার জেনারেল ম্যানেজার রাফিদ শাহীন, ভোরের আকাশ প্রতিনিধি বিশ্বজিৎ দাস, যুগ্ম সম্পাদক ও ইনকিলাব প্রতিনিধি নাজমুল ইসলাম ও খোলাকাগজ প্রতিনিধি তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও মানব জমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, সহ সাংগঠনিক সম্পাদক ও মানবকন্ঠ প্রতিনিধি জসিম চৌধুরী, কোষাধ্যক্ষ ও দৈনিক সমকাল প্রতিনিধি সৈয়দ আশফাক তানভীর, যায়যায়দিন প্রতিনিধি আব্দুল আহাদ, শামীম আহমদ, জুয়েল দেব, আশরাফুল ইসলাম জুয়েল, নাঈম আহমদ ও পাভেল বখস প্রমুখ।
সভায় বক্তারা বলেন, অতীতের যেকোন সময়ের চেয়ে কুলাউড়ার সাংবাদিকরা নিজেদের পেশার প্রতি অনেক বেশি দায়িত্বশীল। সাংবাদিকরা এই সমাজের কাছে দায়াবদ্ধ। কোন মাতাল কিছু বললে আমরা তাতে বিচলিত নই। বরং তাকে প্রতিরোধ করার সামর্থ্যও সাংবাদিকদের রয়েছে। দোষ ত্রুটি সবার থাকে। সাংবাদিকরা যদি কোন ধরনের খারাপ কাজে লিপ্ত খাকলে সেটি তুলে ধরুন। সংশোধন করার দায়িত্ব এই পেশার দায়িত্বশীলদের। মাতলামি করে যা তা বললে কোন ছাড় নেই।#
Leave a Reply