ওসমানীনগর প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে দস্তরখান রেস্টুরেন্ট এন্ড ব্যানকুয়েট হলের উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। রোববার দুপুরে উপজেলার বানিজ্যিক প্রাণকেন্দ্র গোয়ালাবাজার
খাদিপুর রোডস্থ দস্তরখান রেস্টুরেন্ট এন্ড ভ্যানকুয়েট হলে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মোনাজাতের মাধ্যমে রেস্টুরেন্ট উদ্বোধন করেন প্রখ্যাত শায়খূল হাদিস হযরত মাওলানা মুখলিছুর রহমানকিয়ামপুরী। সাবেক চেয়ারম্যান হারুন মিয়ার সভাপতিত্বে ও রেস্টুরেন্টের চেয়ারম্যান সাইফুল আলমের পরিচালনায় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর (সার্কেল) আশরাফুজ্জান পিপিএম, সমাজসেবী শাহ নুরুর রহমান শানুর, যুক্তরাজ্য প্রবাশী শাহ মুনিম আহমদ, রেস্টুরেন্ট পরিচালক আব্দুর রব মিলন, সাইফুল ইসলাম তপু, মাওলানা খালিদ আহমদ, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, ওসমানীনগর ইসলামি একাডেমীর প্রিন্সিপাল মাওলানা সাদিক সিকান্দার, করনসী মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল মতিন গজনভী, প্রকৌশলী জাকির হোসেন, মুফতি এমদাদুল হক, রাজধানীর দ্যা হলি কোরআন মাদ্রসার প্রিন্সিপাল মাওলানা মো: সালমান হোসেন।
অন্যান্যের মধ্যে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দাল মিয়া, গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ, সমাজসেবী আলাউর রহমান আলা, যুক্তরাজ্য প্রবাসী আব্দুস সালাম শেখ, ব্যবসায়ী আব্দুল গফ্ফার সিকদার, সমাজসেবী শওকত আহমদ সায়মন, নিউ প্লাজার স্বাত্ত্বাধীকারী যুক্তরাজ্য প্রবাসী হাজী সমছু মিয়া, ওসমানীনগর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আনোয়ার হোসেন, ওসমানীনগর উপজেলার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনা, সহ-সভাপতি আব্দুল মতিন, কার্যনির্বাহী সদস্য কয়েছ মিয়া, জয়নাল আবেদীন, এমদাদুর রহমান খান, তাজপুর ইউনিয়ন জামায়োতের সাধারণ সম্পাদক জাহেদ আহমদসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দারুল আজহার মডেল মাদ্রাসার হাফিজ মিছবাহ।#
Leave a Reply