বড়লেখা প্রতিনিধি :
আগামী ১ ফেব্রুয়ারি শনিবার বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের রহমানীয়া টুকা হাফিজিয়া দাখিল মাদ্রাসা মাঠে পীরে কামিল হযরত আল্লামা আব্দুর রহমান ছাহেব বর্ণী (রহ.) এর ২৪তম বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল। সিলেটের প্রখ্যাত এই বুযুর্গের ঈসালে সাওয়াব মাহফিল সফলের লক্ষ্যে সোমবার ২৭ জানুয়ারি রাতে বড়লেখা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেছেন মাহফিল বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ।
বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও সাংবাদিক মস্তফা উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় হযরত আল্লামা আব্দুর রহমান ছাহেব বর্ণী (রহ.) এর দ্বীনী খেদমত তুলে ধরে বক্তব্য রাখেন ছাহেব জাদায়ে বর্ণী মাওলানা মো. আব্দুল আলিম। স্বাগত বক্তব্য দেন মো. মাহফুজুর রহমান। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রহমানিয়া টুকা হাফিজিয়া দাখিল মাদ্রাসার ছাত্র মো. আল আমিন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, প্রেসক্লাবের সহসভাপতি খলিলুর রহমান, লিটন শরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল আহমদ, সুলতান আহমদ খলিল, তপন কুমার দাস, তাহমিদ ইরশাদ রিপন, আশফাক আহমদ প্রমুখ।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply