ঈদের টানা ছুটিতে পর্যটকদের বরণ করতে প্রস্তুত কমলগঞ্জ ঈদের টানা ছুটিতে পর্যটকদের বরণ করতে প্রস্তুত কমলগঞ্জ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ী সীমান্তে ভারতীয় নাগরিককে হত্যা করেছে বিএএসএফ কমলগঞ্জে পুত্রশোকে মায়ের মৃত্যু বড়লেখায় টিলা কেটে পুকুর ভরাট, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ঈদ আনন্দ : মাধবকুণ্ড জলপ্রপাতে পর্যটকের উপচেপড়া ভিড় ঈদ যাত্রায় দুর্ঘটনা রোধে আত্রাই উপজেলা ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ কুড়িগ্রামে সেনাবাহিনীর ট্রাফিক নিয়ন্ত্রণ ও বাজার নিরাপত্তায় টহল জোরদার  কুলাউড়ার হাজিপুরে : প্রেমঘটিত কারণে কালেজছাত্রের উপর অমানবিক নির্যাতনের অভিযোগ কুলাউড়ায় ঈদ পুনর্মিলনীতে অনুষ্ঠানে ডা: শফিকুর রহমান- আমরা একটা মানবিক বাংলাদেশ গড়তে চাই- কুলাউড়ায় বোন জামাইর কুপ্রস্তাবে রাজি না হওয়ায় শালীকাকে কু’পি’য়ে আহত বড়লেখার হাজী সামছুল হক হাইস্কুলের সভাপতি মনোনীত তরুণ সমাজসেবক মাশহারুল

ঈদের টানা ছুটিতে পর্যটকদের বরণ করতে প্রস্তুত কমলগঞ্জ

  • শনিবার, ২৯ মার্চ, ২০২৫

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: প্রকৃতির অপরুপ সৌন্দর্য্যরে অপার লীলাভূমি চায়ের দেশ খ্যাত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা। ঈদের টানা ছুটিতে দেশের নানা প্রান্ত ঘুরে বেড়ান পর্যটকেরা। প্রতিবছরই ঈদের টানা ছুটিতে হাজারো পর্যটকে মুখর হয়ে ওঠে পর্যটন নগরী কমলগঞ্জ। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের সরকারি ছুটি শুরু হয়েছে গত শুক্রবার। দীর্ঘ ছুটি উপভোগ করার জন্য পরিবার নিয়ে সময় কাটাতে অনেকেই ছুটছেন দেশের পর্যটন স্থানগুলোতে। তাইতো এবারের পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটিতে পর্যটকদের বরণ করতে প্রস্তুত কমলগঞ্জ। সবুজে ঘেরা চা বাগান দেখতে প্রতিবছরই ঈদের ছুটিতে কমলগঞ্জে ভিড় জমান পর্যটকেরা। তবে এবারের চিত্রও ভিন্ন নয়। ঈদের ছুটিতে ঘুরে বেড়াতে অনেকেই বেছে নিয়েছেন কমলগঞ্জকে। মৌলভীবাজার জেলার সর্বাধিক পর্যটন কেন্দ্র রয়েছে কমলগঞ্জ উপজেলায়।

পর্যটন ক্ষেত্রে অপার সম্ভাবনাময় এই উপজেলায় ২০টিরও বেশি পর্যটন কেন্দ্র রয়েছে। জীব বৈচিত্র্যে ভরপুর কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান, নয়নাভিরাম মাধবপুর লেক, হামহাম জলপ্রভাত, মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্যের বাহক ত্রিপুরা সীমান্তবর্তী বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহী হামিদুর রহমান স্মৃতিসৌধ, পদ্মছড়া লেক, বণ্যপ্রাণীর অভয়ারণ্য রাজকান্দি বন, শমসেরনগর বিমানবন্দর, প্রাচীন ঐতিহ্যের বাহক লক্ষীনারায়ণ দিঘী, ২০০ বছরের প্রচীন ছয়চিরী দিঘী, শমশেরনগর বাঘীছড়া লেক, সুইচভ্যালী, আলীনগর পদ্মলেক, রে অবস্থিত মণিপুরি ললিতকলা একাডেমি, শমশেরনগর গলফ মাঠ; মাগুরছড়া পরিত্যক্ত গ্যাসফিল্ড, মাগুরছড়া খাসিয়া পুঞ্জি, ডবলছড়া খাসিয়া পুঞ্জি, অপরূপ শোভামন্ডিত উঁচু নিচু পাহাড়বেস্টিত সারিবদ্ধ চা বাগানসহ বাংলাদেশের বৃহৎ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মণিপুরি সম্প্রদায়ের নিরাপদ আবাসস্থল এ উপজেলায়। এছাড়া প্রকৃতির পূজারী খাসিয়া নৃ-গোষ্ঠীসহ গারো, সাঁওতাল, মুসলিম মণিপুরি, টিপরা ও গারোদের নিরাপদ আবাসস্থলও রয়েছে এই উপজেলায়। লেক আর পাহাড়ের মিতালী, সাথে ঝর্ণা কমলগঞ্জের এসব প্রাকৃতিক মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিবছর ঈদের টানা ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে হাজার হাজার পর্যটক। শিল্পকলা সমৃদ্ধ মণিপুরিসহ ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তার জীবন ধারা ও সংস্কৃতিসহ প্রাকৃতিক সম্পদে ভরপুর এই জনপদ যে কোন পর্যটকের মন ও দৃষ্টি কড়ে নেবে। তাইতো পবিত্র ঈদুল আযহার ছুটিতে এসব আকর্ষণীয় পর্যটন স্পটগুলো পর্যটকদের বরণ করতে প্রস্তুত।

নাগরিক জীবনের শতব্যস্ততার মধ্যে একটু ছুটি মিললেই অনেকেই ছুটে যান সাগর-পাহাড়-অরণ্য ও ঐতিহ্যের সান্নিধ্যে। ঐতিহাসিক ও প্রতœতাত্ত্বিক স্থানগুলোও মুখরিত হয় পর্যটক দর্শনার্থীদের পদভারে। মৌলভীবাজারের কমলগঞ্জে প্রাকৃতিক সৌন্দর্য্যরে রূপসজ্জা দেখতে প্রতি বছরেই পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন ভ্রমণপিপাসু পর্যটকরা। আর এই ভ্রমণপিপাসু পর্যটকদের ভ্রমণ করে নিতে প্রস্তুত রয়েছে কমলগঞ্জের দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্রগুলো।

ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. কামরুল হোসেন চৌধুরী বলেন, ঈদের ছুটিতে পর্যটকদের ভ্রমণ নিবিঘœ করতে আমাদের পক্ষ থেকে নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে সে লক্ষ্যে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে আমরা ডিউটি তদারকি করব। ট্যুরিস্ট পুলিশ সতর্ক অবস্থানে থাকবে।

কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ঈদুল ফিতরের টানা ছুটিতে পর্যটকদের নিরাপত্তায় পর্যটন পুলিশের পাশাপাশি থানা পুলিশের বিশেষ নজরদারি থাকবে।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews